নারায়ণগঞ্জ: আগামী ১৪
মে নারায়ণগঞ্জে বিএনপির
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার
সমাবেশের
অনুমতি দেয়নি নারায়ণগঞ্জ
সিটি করপোরেশন।
নারায়ণগঞ্জে সাম্প্রতিক রাজনৈতিক
পরিস্থিতি এবং অনুমতি চাওয়া স্থানের
পাশেই হাসপাতাল থাকায়
সমাবেশের অনুমতি দেয়া হয়নি।
এর আগে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ
জেলা বিএনপির
সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম
খন্দকার স্বাক্ষরিত
একটি আবেদনপত্রে ১৪ মে শহরের
নিতাইগঞ্জ এলাকায় অবস্থিত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের
কার্যালয় নগর ভবনের সামনের
জায়গা চেয়ে অনুমতি চাওয়া হয়।
একই আবেদনের করা হয়
জেলা প্রশাসক ও পুলিশ সুপারের
কাছে।
মেয়র আইভী রাতে সাংবাদিকদের
বলেন, ‘নারায়ণগঞ্জের সাম্প্রতিক
রাজনৈতিক
পরিস্থিতিতে এবং তারা যে স্থানে অনুমতি চাইছে,
সেই রাস্তার পাশে হাসপাতাল
থাকায়
বিএনপিকে অনুমতি দেয়া যাচ্ছে না।’
নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ
সম্পাদক এটিএম কামাল এ
বিষয়ে সাংবাদিকদের বলেন,
‘আমরা কেন্দ্রীয় নির্দেশের
অপেক্ষায় আছি। পরবর্তী নির্দেশ
না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’
Posted via Blogaway
No comments:
Post a Comment