নিজস্ব প্রতিবেদক : আঁচলের
ব্যস্ততা বাড়ছেই। সমপ্রতি নতুন দুই
ছবিতে অভিনয় করছেন সময়ের
আলোচিত এ চিত্রনায়িকা।
ছবি দুটি হলো ‘হৃদয় দোলানো প্রেম’ ও
‘বোঝে না সে বোঝে না’। হৃদয়
দোলানো প্রেম’
ছবিটি পরিচালনা করছেন আবুল
কালাম আজাদ। ছবিতে আঁচলের নায়ক
হিসেবে রয়েছেন নতুন নায়ক ফাহিম।
ছবির শুটিং শেষ।
বর্তমানে ডাবিং চলছে। ছবিতে আরও
অভিনয় করছেন আসিফ, অঞ্জলি,
রেহানা জলি, সুচরিতা সহ অনেকে।
ছবিটি নির্মাণ হচ্ছে টোকিও
মুভিজের ব্যানারে। আঁচল বলেন, ‘হৃদয়
দোলানো প্রেম’ ছবিতে আমার
বিপরীতে অভিনয় করছে ফাহিম ও
আসিফ। এই প্রথম এমন একটি গল্পের
ছবিতে দুই নায়কের বিপরীতে অভিনয়
করেছি। সম্পূর্ণ রোমান্টিক
একটি ছবি। এরপর ১৫ই মে থেকে শুরু
হবে ‘বোঝে না সে বোঝে না’।
মনতাজুর রহমান আকবর পরিচালিত এ
ছবিতে আঁচলের নায়ক নবাগত আকাশ
চৌধুরী। এদিকে আঁচল বর্তমানে চার
ছবি মুক্তির অপেক্ষায় আছেন।
Posted via Blogaway
No comments:
Post a Comment