যৌনতার সময় পুরুষের কিছু অভ্যাস
নারী খুবই অপছন্দ করে।
এসবকে নারীরা কোনো আকর্ষণীয়
বিষয় বলে মনে করে না। এক
প্রতিবেদনেবিষয়টিজানিয়েছেহিন্দুস্তান
টাইমস।
সম্প্রতি একটি ওয়েবসাইট
মেট্রো ডট কো ডট ইউকে-এর
জরিপের ফলে এসব তথ্য
জানা গেছে।
ফেসবুকে করা ওই
জরিপে দেখা গেছে,
পুরুষেরা কোনো অনলাইন
পর্নো সাইট থেকে কিছু
দেখে অনুরূপ করার
চেষ্টা করলে নারীরা তা ঘৃণা করে।
নারীরা অনুভব করে এর ফলে সব
গোলমাল হয়ে যায়।
জরিপে আরও দেখা গেছে,
নারীরা যৌনক্রিয়ার সময়
বুঝতে পারে না, কোন
মুখভঙ্গি করতে হবে। এ
কারণে তারা প্রায়ই চোখ বন্ধ
করে রাখে।
এছাড়া যৌনক্রিয়ার সময় অনেক
পুরুষ চাপড় মারা পছন্দ করলেও
নারীরা তা পছন্দ করে না। এ
সময় অনেক নারীই
ঘুরেএকটাঘুষিমারতেপারলেখুশীহত
বলে জানায়।
এছাড়া যৌনক্রিয়ার সময় পুরুষ
যদি ক্রমাগত নারীর কাছ
থেকে সাড়া আশা করে, এটাও বেশ
অপছন্দের বলে জানায় অনেক
নারী।
Posted via Blogaway
No comments:
Post a Comment