স্পোর্টস ডেস্ক :
স্টেডিয়ামে প্রতিপক্ষকে মোকাবেলা করার সময়
লিওনেল মেসির বারবার অসুস্থ হওয়া ও
বমি করা নিয়ে তার ভক্তকুলের মধ্যে দুশ্চিন্তার
অন্ত নেই। তবে এটি নিয়ে খুব বেশি চিন্তিত নন
আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা।
আকাশি-সাদা দলের ম্যানেজারের ভাষ্য,
অতিরিক্ত দুশ্চিন্তার কারণেই মাঠে বারবার
অসুস্থ হয়ে পড়ছেন তার দলের প্রাণভোমরা।
টানা চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার লিও
মেসি কয়েক মাস আগে বলিভিয়ার
বিপক্ষে একটি ম্যাচে মাঠেই
বমি করে ফেলেছিলেন। তখন বার্সেলোনার
মহাতারকার শারীরিক সুস্থতা নিয়ে অনেক
জল্পনা হয়েছে। এরপর সেটা অনেকটা ম্রিয়মানও
হয়েছে। কিন্তু এই সপ্তাহেই ফের সেটা উসকে ওঠে।
কারণ আবারো মাঠেই অসুস্থ হয়ে পড়েন মেসি।
আর্জেন্টিনার সাম্প্রতিক বিশ্বকাপ
প্রস্তুতি ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচেও
অসুস্থ হয়ে পড়েছিলেন এমএলটেন।
তাহলে কী ভয়ংকর কোনো রোগে ভুগছেন
আর্জেন্টিনা অধিনায়ক? ফুৎকারে এই
দুশ্চিন্তাকে উড়িয়ে দিয়েছেন দলটির ম্যানেজার
আলেসান্দ্রো সাবেলা। মঙ্গলবার ব্রাজিলের
উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বর্ষীয়ান এই কোচ
জানান, ‘সম্ভবত অতিরিক্ত দুশ্চিন্তার
কারণে মাঠেই অসুস্থ হয়ে পড়ছে মেসি। কারণ,
মাঠে ওমন উত্তেজনার মধ্যে নিজেকে শান্ত
রাখা বেশ কঠিন।’
বার্সেলোনা ও আর্জেন্টিনার ডাক্তাররা মেসির
অজ্ঞাত এই অসুস্থতার কোনো কারণ খুঁজে পাননি।
তবে মেসি এটিকে অলঙ্ঘনীয় বলে অভিহিত করছেন।
গেল বছর এক
সাক্ষাৎকারে টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেন,
‘আমি জানিনা এটা আসলে কী। কিন্তু এখনো অনেক
কাজ করতে হবে আমার। দেশের
মানুষকে সুখী করতে সম্ভাব্য সবকিছুই করতে চাই
আমি। কারণ, এর কোনো তুলনাই হয়না।’
স্টেডিয়ামে প্রতিপক্ষকে মোকাবেলা করার সময়
লিওনেল মেসির বারবার অসুস্থ হওয়া ও
বমি করা নিয়ে তার ভক্তকুলের মধ্যে দুশ্চিন্তার
অন্ত নেই। তবে এটি নিয়ে খুব বেশি চিন্তিত নন
আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা।
আকাশি-সাদা দলের ম্যানেজারের ভাষ্য,
অতিরিক্ত দুশ্চিন্তার কারণেই মাঠে বারবার
অসুস্থ হয়ে পড়ছেন তার দলের প্রাণভোমরা।
টানা চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার লিও
মেসি কয়েক মাস আগে বলিভিয়ার
বিপক্ষে একটি ম্যাচে মাঠেই
বমি করে ফেলেছিলেন। তখন বার্সেলোনার
মহাতারকার শারীরিক সুস্থতা নিয়ে অনেক
জল্পনা হয়েছে। এরপর সেটা অনেকটা ম্রিয়মানও
হয়েছে। কিন্তু এই সপ্তাহেই ফের সেটা উসকে ওঠে।
কারণ আবারো মাঠেই অসুস্থ হয়ে পড়েন মেসি।
আর্জেন্টিনার সাম্প্রতিক বিশ্বকাপ
প্রস্তুতি ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচেও
অসুস্থ হয়ে পড়েছিলেন এমএলটেন।
তাহলে কী ভয়ংকর কোনো রোগে ভুগছেন
আর্জেন্টিনা অধিনায়ক? ফুৎকারে এই
দুশ্চিন্তাকে উড়িয়ে দিয়েছেন দলটির ম্যানেজার
আলেসান্দ্রো সাবেলা। মঙ্গলবার ব্রাজিলের
উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বর্ষীয়ান এই কোচ
জানান, ‘সম্ভবত অতিরিক্ত দুশ্চিন্তার
কারণে মাঠেই অসুস্থ হয়ে পড়ছে মেসি। কারণ,
মাঠে ওমন উত্তেজনার মধ্যে নিজেকে শান্ত
রাখা বেশ কঠিন।’
বার্সেলোনা ও আর্জেন্টিনার ডাক্তাররা মেসির
অজ্ঞাত এই অসুস্থতার কোনো কারণ খুঁজে পাননি।
তবে মেসি এটিকে অলঙ্ঘনীয় বলে অভিহিত করছেন।
গেল বছর এক
সাক্ষাৎকারে টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেন,
‘আমি জানিনা এটা আসলে কী। কিন্তু এখনো অনেক
কাজ করতে হবে আমার। দেশের
মানুষকে সুখী করতে সম্ভাব্য সবকিছুই করতে চাই
আমি। কারণ, এর কোনো তুলনাই হয়না।’
posted from Bloggeroid
No comments:
Post a Comment