ফেসবুকে অচেনা মেয়ের সঙ্গে বন্ধুত্ব করাই
সবচেয়ে বড় ভুল ছিল এক সফটওয়্যার
ইঞ্জিনিয়ারের জীবনে৷ এক মেয়ের কথায়
ওয়েবক্যামের সামনে নগ্ন হয়ে দাড়িয়েছিলেন
তিনি৷ এর কয়েক মিনিট বাদেই একটি উড়ো ফোন
আসে তার কাছে৷ তাকে হুমকি দিয়ে বলা হয় ১০
হাজার টাকা না দিলে তার যে নগ্ন ভিডিও
ইউটিউবে আপলোড করা হয়েছে তা ডিলিট
করা হবে না৷
পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে৷
পুলিশ জানায়, ২৬ বছরের ওই ইঞ্জিনিয়ারের
সঙ্গে ওই মেয়েটির আলাপ হয় ফেসবুকে৷ ওই যুবক
পুলিশ কে জানায়, ১ এপ্রিল সে নিজের
ঘরে গিয়ে শোয়ার চেষ্টা করলেও তার ঘুম
আসছিল না। তাই সময় কাটানোর জন্য সে রাত
তিনটার সময় ফেসবুক চালু করেন৷
লগইন করতেই তার কাছে ডিম্পল শিরালি নামের
একটি মেয়ের ম্যাসেজ আসে৷ ডিম্পলের
অ্যাকউন্ট চেক করার পর সে তার ম্যাসেজের
রিপ্লাই দেয়৷ এরপর তাদের চ্যাটিং শুরু হয়৷
ডিম্পল তাকে জানায় যে, সে একজন মডেল
এবং সে কর্ণাটকে থাকে৷ কিছুক্ষণ তাদের
ওয়েবক্যামের মাধ্যমে চ্যাটিং শুরু হয়৷
এরপর মেয়েটি তাকে নগ্ন হতে বলে৷
ওই ইঞ্জিনিয়ার জানায়, সে জানত না যে কেউ
এই ভিডিও রেকর্ড করছে৷ এরপর
মেয়েটিকে ফেসবুকে ফেরত
আসতে বললে সে তাকে একটি লিঙ্ক পাঠায়৷
লিঙ্কটি খুলে ওই ইঞ্জিনিয়ার দেখেন তার নগ্ন
ভিডিও এরইমধ্যে ইউটিউবে আপলোড হয়ে গেছে৷
ভিডিওটি মোছার বিনিময়ে সে ১০ হাজার
টাকা দাবি করে৷ কোন উপায় না পেয়ে ওই
ইঞ্জিনিয়ার ডিম্পলের
অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়৷ এরপরই
সে ফেসবুক থেকে ডিম্পলকে ব্লক করে দেয়৷
কিছুদিন স্বস্তির নিঃশ্বাস নিলেও গত ২৩
এপ্রিল মেয়েটি ওই ইঞ্জিনিয়ারের
ভাইকে ফেসবুকে ম্যাসেজ করে জানতে চায়
সে কেন তাকে ব্লক করেছে৷ এবার আরও পাঁচ
হাজার টাকা দাবি করে সে৷
২৫ এপ্রিল ইঞ্জিনিয়ারের মোবাইলে ম্যাসেজ
আসে সে পয়সা না দিলে ফের তার নগ্ন ভিডিও
আপলোড করে দেওয়া হবে৷
ইঞ্জিনিয়ারের অভিযোগের ভিত্তিতে ডিম্পলের
বিরুদ্ধে মুক্তিপণ ও আইটি অ্যাক্টের
মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ৷
পুলিশ এই মামলা সমাধান করার জন্য সাইবার
ক্রাইম পুলিশের সাহায্য নিচ্ছে৷
Posted via Blogaway
No comments:
Post a Comment