Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, June 18, 2014

খেলা দেখাকে কেন্দ্র করে স্ত্রীর হাতে স্বামী খুন

বড়াইগ্রাম (নাটোর): নাটোরে বিশ্বকাপ ফুটবল
খেলা দেখাকে কেন্দ্র করে স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছেন।
জেলার বড়াইগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডের লক্ষীপুর
স্কুলপাড়া গ্রামে বুধবার জেসমিন আক্তার (২২) তার
স্বামী সেলিম হোসেনকে (২৫) কুপিয়ে হত্যা করেছেন।
এ ঘটনায় পুলিশ জেসমিন আক্তারকে আটক করেছেন। সেলিম
হোসেন ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত জেগে বিশ্বকাপ
ফুটবল খেলা দেখা কেন্দ্র করে জেসমিন তার স্বামী সেলিম
হোসেনকে ঘাস কাটা হাসুয়া দিয়ে গলায় কোপ দেয়।
এতে সেলিম মাটিতে লুটিয়ে পড়লে প্রতিবেশীরা উদ্ধার
করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার এবং স্ত্রী জেসমিনকে আটক
করে।

posted from Bloggeroid

No comments: