সময়ের কণ্ঠস্বর :মিয়ানমারে ৪ সেনা সদস্য
বিজিবি’র গুলিতে নিহতের ঘটনা এতোদিন
দেশটির কতৃপক্ষ ধামাচাপা দিয়ে রাখার
চেষ্টা করলেও আজ মিয়ানমারের সংবাদ
সংস্থা বার্মা টাইমস জানিয়েছে, ‘ বাংলাদেশ-
মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ
(বিজিবি) সদস্যদের পাল্টা-হামলায়
মিয়ানমারের ৪ সেনা সদস্য নিহত এবং ৩ জন
আহত হয়েছেন। আহতদের স্থানীয়
হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এর আগে গত শুক্রবার মিয়ানমার সেনাবাহিনী ও
দেশটির বর্ডার গার্ড পুলিশ হামলা চালালে,
মর্টার শেলের মাধ্যমে পাল্টা-হামলা চালায়
বিজিবি। এর আগে গত বুধবার বিজিবির একটি দল
যখন নায়েক মিজানুর রহমানের মৃতদেহ
ফিরিয়ে আনার চেষ্টা করছিল, সীমান্তের ৫২
নং পিলার বা স্তম্ভ থেকে মিয়ানমার
সেনাবাহিনী তাদের ওপর গুলীবর্ষণ করে।
কোনো ধরনের উস্কানি ছাড়াই গাছের আড়ালে আশ্রয়
নিয়ে বিজিবি সদস্যদের ওপর গুলী চালায় তারা।
বিজিবির দলটির নেতৃত্বে ছিলেন চট্টগ্রামের
আঞ্চলিক বিজিবি কমান্ডার ব্রিগেডিয়ার
জেনারেল সৈয়দ আহমেদ আলি। তার সঙ্গে ছিলেন
বিজিবি’র সিনিয়র কর্মকর্তারা। এর মধ্যে কর্নেল
ফরিদ হাসান খন্দকার ও লেফটেন্যান্ট কর্নেল
শফিকুর রহমানও ছিলেন।
এদিকে এ ধরনের নির্বিচার গুলী বর্ষণের কঠোর
জবাব দিতে বাংলাদেশের
সীমান্তরক্ষী বাহিনী ভারি অস্ত্রের
সাহায্যে পাল্টা-হামলা চালাতে বাধ্য হয়। ৫
ঘণ্টা চলা ওই লড়াইয়ে উভয়পক্ষই মর্টার, রকেট
লঞ্চার ও ভারি মেশিন গান ব্যবহার করে।
সময়ের কণ্ঠস্বরে গতকাল
প্রকাশিত এই সংক্রান্ত
একটি খবর
পাল্টা জবাব :বিজিবির
গুলিতে মিয়ানমার
সেনাবাহিনীর ৪ সদস্য
নিহতের খবর প্রকাশ
বিজিবি’র গুলিতে নিহতের ঘটনা এতোদিন
দেশটির কতৃপক্ষ ধামাচাপা দিয়ে রাখার
চেষ্টা করলেও আজ মিয়ানমারের সংবাদ
সংস্থা বার্মা টাইমস জানিয়েছে, ‘ বাংলাদেশ-
মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ
(বিজিবি) সদস্যদের পাল্টা-হামলায়
মিয়ানমারের ৪ সেনা সদস্য নিহত এবং ৩ জন
আহত হয়েছেন। আহতদের স্থানীয়
হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এর আগে গত শুক্রবার মিয়ানমার সেনাবাহিনী ও
দেশটির বর্ডার গার্ড পুলিশ হামলা চালালে,
মর্টার শেলের মাধ্যমে পাল্টা-হামলা চালায়
বিজিবি। এর আগে গত বুধবার বিজিবির একটি দল
যখন নায়েক মিজানুর রহমানের মৃতদেহ
ফিরিয়ে আনার চেষ্টা করছিল, সীমান্তের ৫২
নং পিলার বা স্তম্ভ থেকে মিয়ানমার
সেনাবাহিনী তাদের ওপর গুলীবর্ষণ করে।
কোনো ধরনের উস্কানি ছাড়াই গাছের আড়ালে আশ্রয়
নিয়ে বিজিবি সদস্যদের ওপর গুলী চালায় তারা।
বিজিবির দলটির নেতৃত্বে ছিলেন চট্টগ্রামের
আঞ্চলিক বিজিবি কমান্ডার ব্রিগেডিয়ার
জেনারেল সৈয়দ আহমেদ আলি। তার সঙ্গে ছিলেন
বিজিবি’র সিনিয়র কর্মকর্তারা। এর মধ্যে কর্নেল
ফরিদ হাসান খন্দকার ও লেফটেন্যান্ট কর্নেল
শফিকুর রহমানও ছিলেন।
এদিকে এ ধরনের নির্বিচার গুলী বর্ষণের কঠোর
জবাব দিতে বাংলাদেশের
সীমান্তরক্ষী বাহিনী ভারি অস্ত্রের
সাহায্যে পাল্টা-হামলা চালাতে বাধ্য হয়। ৫
ঘণ্টা চলা ওই লড়াইয়ে উভয়পক্ষই মর্টার, রকেট
লঞ্চার ও ভারি মেশিন গান ব্যবহার করে।
সময়ের কণ্ঠস্বরে গতকাল
প্রকাশিত এই সংক্রান্ত
একটি খবর
পাল্টা জবাব :বিজিবির
গুলিতে মিয়ানমার
সেনাবাহিনীর ৪ সদস্য
নিহতের খবর প্রকাশ
posted from Bloggeroid
No comments:
Post a Comment