Headlines



gazitv2

w41j

gazitv

Thursday, June 12, 2014

সাত তলার ব্যালকনিতে অন্তরঙ্গ মুহূর্তে ভারসাম্য হারিয়ে পড়ে প্রেমিক যুগলের মৃত্যু

আর্ন্তজাতিক ডেস্ক: সাত তলা অ্যাপার্টমেন্টের
ব্যালকনিতে অন্তরঙ্গ মুহূর্তে ৭
তলা থেকে পড়ে দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ লন্ডনের ডেটফোর্ড
এলাকায়। লন্ডন পুলিশ জানিয়েছে নিহত
রাশিয়ান তরুণী অ্যানাস্টাসিয়া টুটিকের বয়স
১৯ এবং মেক্সিকান তরুণ মিগুয়েলের বয়স ১৮।
প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে,
মাটি থেকে ওই অ্যাপার্টমেন্টের উচ্চতা ৬০ ফুট
হওয়ার কারণে পড়ার সঙ্গে সঙ্গেই তাদের মৃত্যু
হয়।
নিহত
মিগুয়েলের
এক
বন্ধু
জানান,
পরীক্ষা শেষ
হয়ে যাওয়ায়
ওই
রাতে সব
বন্ধু
মিলে পার্টি করছিল।
পার্টিতেই
মিগুয়েলের
সঙ্গে অ্যানাস্টাসিয়ার
পরিচয় হয়। পার্টির এক
পর্যায়ে তারা ব্যালকনিতে যায়।
সেখানে তারা একাই ছিলো।
ওই ভনটির আরেক অ্যাপার্টমেন্টের
বাসিন্দা স্যামসন অগুনতাইয়ো জানান, ওই তরুণ-
তরুণী নিচে পড়ে যাওয়ার আগে ব্যালকনিতে
অন্তরঙ্গ মুহূর্তে ছিলো। এক সময় শরীরের ভারসাম্য
রাখতে না পারায় উভয়েই নিচে পড়ে যায়।
উচ্চতা অনেক বেশি হওয়ায় সঙ্গে সঙ্গেই তাদের
মৃত্যু হয়।
ওই ভবনের আরেক বাসিন্দা জানান, হঠাৎ
ভারী কিছু পড়ার শব্দ হলে বাইরে বের
হয়ে দেখি দুজন মাটিতে রক্তাক্ত অবস্থায়
পড়ে আছে। এসময় তারা দুজনেই মাতাল ছিল।

posted from Bloggeroid

No comments: