Headlines



gazitv2

w41j

gazitv

Thursday, June 12, 2014

কিছুক্ষণের মধ্যেই কলকাতা- হাওড়ায় ধেয়ে আসছে কাল

সারাদিন ধরে তীব্র দাবদাহ,
গা জালা গরমের পর স্বস্তির
কালবৈশাখী আসছে। কিছুক্ষণের
মধ্যেই কলকাতায়
কালবৈশাখী ধেয়ে আসছে।
ঘণ্টায় ৬০ থেকে ৭০
কিলোমিটার
বেগে শহরে কালবৈশাখী আসছে।
হাওড়াতেও
কালবৈশাখী ধেয়ে আসবে। কয়েক
ঘণ্টা ধরে চলবে এই
কালবৈশাখীর তাণ্ডব।
ইতিমধ্যেই শহরের বেশ কিছু
অংশে বৃষ্টি শুরু হয়েছে। বাজও
পড়ছে।
(বিস্তারিত খবর কিছু পরে)

posted from Bloggeroid

No comments: