Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, June 7, 2014

বিশ্বকাপ খেলার আগে অবাধ শারীরিক সম্পর্ক নিয়ে যত আলোচনা-সমালোচনা

তবে অনেকেই বলছেন
এটা ‘অমানবিক’
ঢাকা: চলতি মাসের ১২ তারিখ
থেকে শুরু হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর
বিশ্বকাপ ফুটবল ২০১৪। লাতিন আমেরিকার
দেশ ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ
নিয়ে গোটা বিশ্বে জল্পনা কল্পনার শেষ
নেই। যতই বিশ্বকাপের দিন এগুচ্ছে ততই
খেলোয়াড়দের নিয়ে তৈরি হচ্ছে একের পর এক
গুঞ্জন। আর এবারের গুঞ্জন
ব্রাজিলে খেলতে আসা ৩২টি দেশের
খেলোয়াড়দের খেলা পূর্ববর্তী সেক্স নিয়ে।
মেক্সিকো এবং ব্রাজিলের কোচেরা ইতোমধ্যেই
খেলোয়াড়দের খেলা চলাকালীন দিনগুলোর
মধ্যে সেক্স না করার নির্দেশ দিয়েছে। আর এই
দুই দেশের
দেখাদেখি বসনিয়া এবং হার্জেগোভিনা তাদের
খেলায়াড়দের সাফ
জানিয়ে দিয়েছে যে ব্রাজিলে তাদের
নারী সঙ্গীদের কোনো জায়গা হবে না।
তবে ব্রজিল-মেক্সিকো কিংবা বসনিয়ার
মতো যুক্তরাষ্ট্রের ফুটবল কোচ অবশ্য
অতটা রূঢ় নন। যুক্তরাষ্ট্রের
খেলোয়াড়রা ইচ্ছে করলে তাদের
পরিবারকে নিয়ে আসতে পারবে এবং যেখfনে ইচ্ছে সেখানে যেতেও
পারবে।
বিশ্বকাপে খেলোয়াড়দের যৌনজীবন কেমন
হবে এই বিষয়ে অনেক এগিয়ে ছিল ইংল্যান্ড।
২০০৬ সালে ইংল্যান্ডের
তারকা বেকহ্যাম তার
স্ত্রীকে নিয়ে আসতে পারলেও ২০১০ সালের
বিশ্বকাপে ফ্যাবিও কাপেলোর কড়া নির্দেশ
ছিল যৌন সংসর্গের ব্যাপারে।
তবে মজার কথা হলো, প্রতি বিশ্বকাপের
সময়ই খেলোয়াড়দের যৌন জীবন
বিষয়টি আলোচনায় আসে। এবারের বিশ্বকাপেও
তার ব্যাতিক্রম হয়নি। আন্তর্জাতিক
গণমাধ্যম অ্যাসোসিয়েটড প্রেস ইতোমধ্যেই এই
বিষয়ে একটি বিশদ প্রতিবেদন তৈরি করে ফেলেছে।
ম্যাচের আগে সেক্স ভালো না মন্দ
তা নিয়ে নানান তর্ক বিতর্কের খোড়াক
তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে।
মেক্সিকোর কোচ হেরেরা এক
সাক্ষাৎকারে বলেন, তার
প্লেয়াররা বিশ্বকাপ চলাকালীন যৌন
সম্ভোগ থেকে বিরত
থাকবে বলে তিনি আশা করেন।
সঙ্গে সঙ্গে মেক্সিকোর গণমাধ্যমে বিতর্ক শুরু
হয়ে যায়,
এমনকি হেরেরা ব্যাখ্যা দিতে বাধ্য হন যে,
তিনি পুরোপুরি সেক্স বর্জন করার
কথা বলছিলেন না, শুধু প্লেয়ারদের একটু
সংযত হতে বলছিলেন। তবে কম যান
না ব্রাজিলের কোচ লুইস ফিলিপ স্কলারি।
খেলোয়াড়দের শোবার ঘরে ‘অ্যাক্রোব্যাটিক্স’
মানে কসরত করা থেকে বিরত থাকতে বলেছেন।
আজ থেকে প্রায় দুই হাজার বছর
আগে প্রাচীন গ্রিকদের ধারণা ছিল,
মল্লযোদ্ধারা ব্রহ্মচর্য পালন
করলে তাদের আগ্রাসী মনোভাব বজায়
থাকে। শুধু তাই নয় শিল্পকলার
ক্ষেত্রে ইতালির ভাষ্কর মাইকেল আঞ্জেলোর
ধারণাও ছিল তাই, নারীদের
সঙ্গে সহবাস করলে শিল্পসৃষ্টিতে পুরো উদ্যম
ও শক্তি নিয়োগ করা যায় না।
ফুটবল বিষয়ক লেখক হান্টার ডেভিস অবশ্য
মনে করেন, ফুটবল খেলার মধ্যভাগে সেক্স
করা খুবই ভালো। যেমনটা জর্জ খেলার
মধ্যবিরতিতে সেক্স করেছিল বলেই ওইরকম
একটা দুর্দান্ত কর্নার করতে পেরেছিল।
সেক্স কোনো ক্ষতি করে বলে তিনি মনে করেন না।


Posted via BN24Hour

No comments: