Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, June 7, 2014

পদ্মা সেতুর নাম করে প্রতারণার অভিযোগে আটক ১

সুনামগঞ্জ: পদ্মা বহুমুখী সেতু
প্রকল্পে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন
জনের কাছ থেকে টাকা নেওয়ার
অভিযোগে সুনামগঞ্জের জামালগঞ্জ
উপজেলা থেকে শওকত আলী নামের
একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত সোয়া ৮টার
দিকে তাকে জামালগঞ্জ বাজার
থেকে আটক করা হয়।
আটক হওয়া শওকত আলী নেত্রকোনার
মোহনগঞ্জ উপজেলার মাসুদের ছেলে।
জামালগঞ্জ থার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান
বাংলানিউজকে জানান, এরকম অভিযোগের
ভিত্তিতে রাতে তাকে আটক করা হয়।
থানায় তাকে জিজ্ঞাসাবাদ
করা হচ্ছে। যদি কেউ অভিযোগ দেয় তাহলে


Posted via BN24Hour

No comments: