নিউজ ডেস্ক : চাঁদকে সবাই পৃথিবীর
উপগ্রহ বলেই জানে। অনেক
বিজ্ঞানী মনে করেন, কয়েক কোটি বছর
অাগে পৃথিবী ও মহাকাশের অপর বস্তুর
সংঘর্ষে চাঁদের জন্ম হয়। সেই থেকে চাঁদ
পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে অাসছে।
তবে এবার চাঁদ
সম্পর্কে হাতে উঠে এসেছে নতুন তথ্য।
তারা প্রমাণ পেয়েছেন যে, কয়েক লাখ
বছর অাগে চাঁদের ভেতর থেকে ভিন্ন এক
জগৎ অাছড়ে পড়েেছিল পৃথিবীতে।
বিজ্ঞানীরা বিস্ময়কর সেই ভিন্ন জগতের
নাম দিয়েছেন ‘থিয়া‘।
প্রাচীন গ্রিক মিথ অনুসারে চাঁদ ও
নৈশব্দের দেবী ‘থিয়া‘ এর নামানুসারেই
অজানা সেই জগতের নামকরণ করা হয়েছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৯৬০ ও ৭০ এর
দশকে চাঁদে মার্কিন
অভিযানে পাওয়া নমুনা ও তথ্য বিশ্লেষণ
করে তারা ‘থিয়া‘ নামের ওই ভিন্ন জগতের
প্রমাণ পেয়েছেন। এর ফলে চাঁদের জন্ম নিয়েও
নতুন করে ভাবতে হচ্ছে।
Posted via BN24Hour
No comments:
Post a Comment