স্পোর্টস ডেস্কঃ
ড্রাগ পাচার এবং মানি লন্ডারিং এর
মামলায় তিন বারের বিশ্বকাপ
জয়ী ব্রাজিলিয়ান লিজেন্ড পেলের
ছেলে এডিনহো কে ৩৩ বছরের কারাদন্ড দিল
সেই দেশের আদালত।
নব্বইয়ের দশকে ক্লাব ফুটবলে খেলতেন
ডিনিও। বাবার পুরাতন ক্লাব সান্তোসের
গোলরক্ষক ছিলেন তিনি।
বর্তমানে এই ক্লাবেরই গোলরক্ষকদের কোচের
দায়িত্বে রয়েছেন পেলের এই ছেলে।
মাদক চোরাচালান এবং সান্তোস শহরের একজন
কুখ্যাত মাদক পাচারকারীর
সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে ২০০৫
সালে তাকে কারাদণ্ড দেয়া হয়।
নিজে মাদকাসক্ত বলে স্বীকার করলেও মাদক
চোরাচালানের অভিযোগ অস্বীকার করেছেন
তিনি।
ব্রাজিলের সাও পাওলো স্টেটের ঊপকূলীয় শহর
প্রাইয়া গ্রান্দের নিকটবর্তী এলাকার
একটি আদালত তাকে এ দণ্ড দিয়েছে।
এদিনিয়োর সঙ্গে যোগাযোগ করতে না পারলেও
ব্রাজিলের বিভিন্ন সংবাদ মাধ্যম বলেছে,
আদালতের এ আদেশের বিরুদ্ধে আপিল করবেন
তিনি।
Posted via Blogaway
No comments:
Post a Comment