Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, June 11, 2014

ফুটবলের এ কোন জাদুকর! (ভিডিও)

ঢাকা: বৃহস্পতিবার থেকে ব্রাজিলে অনুষ্ঠেয়
বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে গোটা বিশ্ব।
সবার তীক্ষ্ম দৃষ্টি এখন লিওনেল মেসি, নেইমার,
ক্রিস্টিয়ানো রোনালদো এবং ডেভিড ভিয়াদের
পায়ের দিকে।
তবে, ফুটবলের এ জাদুকরদের ড্রিবলিংয়ে চক্ষুচড়ক
হওয়ার আগেই বিস্ময়ে কপাল কুঁচকাতে হবে আরেক
জাদুকরের ফুটবলীয় কীর্তি দেখে।
রেমি গেইলার্ড নামে ওই ফরাসি কমেডিয়ান ফুটবল
নিয়ে যা করলেন তা সম্ভবত এলএম১০, সিআর৭
এবং এনজে ১০-দেরও হতবাক না করে পারবে না।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবসহ অন্য
সাইটগুলোতে ছড়িয়ে পড়া তার ফুটবলকীর্তি বেশ
আলোড়ন তুলেছে।
বিশ্বকাপের ২০তম ‍আসরে অংশ নেওয়া ৩২টি দলের
জার্সি গায়ে ৩২টি অবিশ্বাস্য শট নিয়েছেন
রেমি।
৩৯ বছর বয়সী এ ফুটবল জাদুকরের ফুটবলীয় কীর্তির
বর্ণনা পড়ার চেয়ে স্বচক্ষে দেখাই
হবে মহাবিস্ময়ের।

posted from Bloggeroid

No comments: