Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, June 11, 2014

যেভাবে নদীতে নিখোঁজ হলেন ২৪ শিক্ষার্থী (ভিডিওসহ)

ভারতের হিমাচল প্রদেশের
বিপাশা নদীতে তিনদিন আগে ২৪ জন
ছাত্রছাত্রী নিখোঁজ হন। কিন্তু
কি করে একসঙ্গে এতজন
ছাত্রছাত্রী হারিয়ে যায় তা নিয়ে উচ্চ
পর্যায়ে তদন্ত চলছে। হঠাৎ লারজি জলবিদ্যুৎ
থেকে পানি ছাড়ার কারণে এমন বিপর্যয়
হয়েছে কিনা তাও তদন্ত করে দেথা হচ্ছে।
ইতোমধ্যে মিডিয়ার হাতে পৌঁছায় হাড়হিম
করা এক ভিডিও। এই ভিডিওতে দেখা যায় কিছু
ছেলেমেয়ে পানির প্রবল
স্রোতে হারিয়ে যাচ্ছে। অসহায়ভাবে তাদের
সহপাঠিরা দাঁড়িয়ে দেখছে। এই
ভিডিওটি স্থানীয় দোকানদার তুলেছিল।
ভিডিওটিতে ঘটনাস্থল এক হলেও
পরীক্ষা করেদেখাহচ্ছে এটি ছাত্রছাত্রীনিখোঁজ
হওয়ার দুর্ঘটনাটিই কি না।
এখনও পর্যন্ত উদ্ধারকার্যে ছয়জনের মৃতদেহের
খোঁজ পাওয়া গেছে।
মৃতদেহগুলো হায়দারাবাদে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত রোববার লারজি জলবিদ্যুৎ কেন্দ্র
থেকে হঠাৎ বিপাশা নদীতে পানি ছাড়ায়
ভেসে যান ২৬ জন পর্যটক। এর মধ্যে ২৪ জন
ছিলেন হায়দরাবাদের ভিএনআর বিজ্ঞান
জ্যোতি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রী।
তাদের সহপাঠিরা অভিযোগ করেন,
কোনো সতর্কবার্তা না দিয়েই
বিপাশা নদীতে পানি ছাড়া হয়েছিল। যদিও
লারজি জলবিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ এই অভিযোগ
খারিজ করে জানিয়েছে, পানি ছাড়ার আগে রেড
অ্যালার্ট দেয়া হয়েছিল। কর্তৃপক্ষের
দাবি গ্রামবাসীরাও ছাত্রছাত্রীদের ওই
দলটিকে সতর্ক করে দিয়েছিলেন।
লিঙ্ক :http://zeenews.india.com/bengali/
nation/beas-river-tragedy-video-
surfaces_23027.html
সূত্র : জি নিউজ

Posted via BN24Hour


Posted via BN24Hour

No comments: