Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, June 11, 2014

ফেসবুকে ফ্রি ফোনের সুবিধা

সোশ্যাল
মিডিয়া ফেসবুকে এবার
যোগ
হলো ফ্রি ফোন
করার
সুবিধা।
ফেসবুকের
ম্যাসেঞ্জার
অপশনে এ
প্রযুক্তি যোগ
করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ এক প্রতিবেদনে এ
কথা জানিয়েছে। এখন থেকে ফেসবুকের সোশ্যাল
ম্যাসেঞ্জার অ্যাপলিকেশন থেকে ফ্রিতে ফোন করা যাবে।
প্রচলিত ভি-চ্যাট, ভাইবার বা লাইনের মত
সংস্থা যারা ফ্রি ফোন কলের সুবিধা দেয়, এবার তাদের
সাথে প্রতিযোগিতায় নেমে পড়ল ফেসবুকও।
ফেসবুক ম্যাসেঞ্জারের সাহায্যে আগে থেকেই চ্যাট
বা ভিডিও চ্যাট করা যেত। এর জন্য যথেষ্ট জনপ্রিয় ছিল
ফেসবুক ম্যাসেঞ্জার। এখন
থেকে পাওয়া যাবে বিনামূল্যে ফোনের সুবিধাও।
তবে ফেসবুক ম্যাসেঞ্জারের নতুন এ সুবিধা শুধু
অ্যান্ড্রয়েড ফোনগুলোতে পাওয়া যাবে।

posted from Bloggeroid

No comments: