Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, June 21, 2014

ভক্তের কান্ড : জিয়ার বদলে খালেদার পাশে ক্লিনটন!

জয়পুরহাট:আগামীকাল রবিবার বিএনপির
চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জয়পুরজাট
আসছেন। বেলা দুইটায় শহরের রামদেও
বাজলা সরকারি (আরবি) বালক উচ্চবিদ্যালয়
মাঠে জেলা বিএনপির জনসভায় ভাষণ দেবেন
তিনি। চেয়াপারসনের আগমন উপলক্ষে শহরে পাঁচ
শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে৷ শুধু তাই
নয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের
সঙ্গে খালেদা জিয়ার ছবিসংবলিত
বাঁধানো ছবি শোভা পাচ্ছে জয়পুরহাট শহরের
রামদেও বাজলা স্কুল রোডে। কিন্তু বেগম জিয়ার
পাশে ক্লিনটনের ছবি কেন, এটাই
বুঝে উঠতে পারছেন না সাধারণ মানুষ।
ছবি নিয়ে বেশ কৌতূহলও তৈরী হয়েছে সবার
মধ্যে। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার
পোস্টারে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক
প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ছবি নিয়ে ব্যাপক
তোলপাড় সৃষ্টি হয়েছে জয়পুরহাটে।
খোঁজ নিয়ে জানা গেছে, খালেদা জিয়ার
দৃষ্টি আকর্ষণের জন্য তাকে স্বাগত জানিয়ে এ
পোস্টার করেছেন জয়পুরহাট পৌর সভার মেয়র আব্দুল
আজিজ মোল্লা।
সাধারণত খালেদা জিয়ার পাশে তার প্রয়াত
স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
ছবি দেখেই অভ্যস্ত দলের নেতা-কর্মী ও
সমর্থকরা। কিন্তু শহরের গুরুত্বপূর্ণ
স্থানে সাটানো বিশাল আকৃতির
পোস্টারে খালেদা জিয়ার পাশে শোভা পাচ্ছে বিল
ক্লিনটনের ছবি। আর এতেই তোলপাড়
সৃষ্টি হয়েছে শহর জুড়ে। নানামুখী প্রশ্নের
সম্মুখীন হতে হচ্ছে জেলা বিএনপি নেতাদের।
খালেদার পোস্টারে কেন ক্লিনটনের ছবি-এ
নিয়ে জেলা বিএনপি সভাপতি মোজাহার
আলী প্রধান বলেন, বিএনপি সংশ্লিষ্ট
কোনো নেতার অনুমতি ছাড়াই পৌর মেয়র আব্দুল
আজিজ মোল্লা এসব পোস্টার সাটিয়েছেন।
বিষয়টি নিয়ে আমরা বিব্রত।
এ ব্যাপারে জয়পুরহাটের স্থানীয়রা জানান,
খালেদা জিয়াকে খুশি করতেই পৌর মেয়রের এমন
আয়োজন।
এই পোস্টারের জন্য পৌরসভার ১০ লাখ টাকা ব্যয়
করা হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
গতকাল শুক্রবার জয়পুরহাট শহরে আসার
পথে ক্ষেতলাল উপজেলার বটতলী থেকেই
চোখে পড়ল মহাসড়কের ওপর খানিক পরপর
তৈরি করা হচ্ছে তোরণ। পৌরসভা এলাকার শুরু
হারাইল ট্রাক টার্মিনাল থেকে সড়কের দুই পাশের
প্রতিটি বৈদ্যুতিক খুঁটির
সঙ্গে টাঙানো হয়েছে বড় আকারের
ফ্রেমে বাঁধানো ডিজিটাল ছবি। উত্তর পাশের
খুঁটির ছবিতে কোনো এক রাষ্ট্রীয় সফরের সময়
তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গার্ড
অব অর্নার দেওয়া হচ্ছে। দক্ষিণের
খুঁটিতে টাঙানো ছবিতে নীল
শাড়ি পরা খালেদা জিয়ার পাশে স্মিত
হাসিমুখে দাঁড়িয়ে আছেন কালো স্যুট পরা সাবেক
মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
ছবিগুলো টাঙিয়েছে জয়পুরহাট পৌরসভা।
হঠাৎ করে বেগম জিয়ার পাশে ক্লিনটনের
ছবি কেন, এটাই বুঝে উঠতে পারছেন না সাধারণ
মানুষ। জয়পুরহাটের মৎস্য খামার মালিক আবদুল
কুদ্দুস বললেন, ‘ছবিটা ভালোই মানাচে। কিন্তু
একুন ক্লিনটনের সাথে এই
ছবিডা কেনো দিলো বুঝা পারোছি না।’
ছবির রহস্য জানতে যোগাযোগ
করা হলো জয়পুরহার পৌরসভার মেয়র আবদুল আজিজ
মোল্লার সঙ্গে। তিনি বললেন, পৌরসভার
নির্বাচিত ১৩ জন প্রতিনিধি ব্যক্তিগত
খরচে বেগম জিয়াকে স্বাগত জানাতে তোরণ
নির্মাণ ও ছবি টাঙানোর আয়োজন করেছেন।
তিনি কোনো রাজনৈতিক দল করেন না। যেহেতু
দেশের একটি বড় রাজনৈতিক দলের প্রধান তার
এলাকায় আসছেন, তাই
পৌরপিতা হিসেবে তিনি তাকে স্বাগত
জানানোর এই উদ্যোগ নিয়েছেন। বিশেষ
কোনো উদ্দেশ্য নিয়ে ক্লিনটনের
ছবিটি ব্যবহার করা হয়নি। তবে বিএনপির
নেতারা আপত্তি করায় এটি বদলে দেওয়া হবে।
তিনি জানান, শহরের ট্রাক টার্মিনাল
থেকে রেলগেট পর্যন্ত পথের দুই পাশের
৭৫টি বৈদ্যুতিক খুঁটিতে এই ছবি রয়েছে।
পৌরপিতা অবশ্য জানালেন, জেলা বিএনপির পক্ষ
থেকে জনসভায় উপস্থিত থাকার আমন্ত্রণ
তিনি এখনো পাননি। পেলে উপস্থিত থাকবেন।



posted from Bloggeroid

No comments: