Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, June 21, 2014

স্বদেশের ম্যাচ দেখতে গ্যালারিতে ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক : স্বদেশের ম্যাচ
দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন
আর্জেন্টাইন ফুটবল
কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা। শনিবার এইচ
গ্রুপের আর্জেন্টিনা ও ইরানের মধ্যকার
ম্যাচটি দেখতে ব্রাজিলের বেলো হরিজোন্তের
এস্তাদিও মিনেইরো স্টেডিয়ামে উপস্থিত হন এই
ফুটবল জাদুকর।
এই সাবেক ফুটবলার মাঠের বাইরে থাকলেও তার
উত্তেজনা দেখে মনে হচ্ছে যেন তিনি নিজেই বল
পায়ে মাঠে লড়ছেন প্রতিপক্ষের সঙ্গে। বরাবরের
মতই হাজারো আর্জেন্টাইন ভক্তদের মত তার চোখে-
মুখেও এই ম্যাচটি নিয়ে উদ্বিগ্নতা যেন
ফুঁটে উঠছে।
প্রতিবার বিশ্বকাপ এলেই আর্জেন্টিনার
ম্যাচে গ্যালারিতে দেখা যায় তাকে। এবারও তার
বব্যাতীক্রম হয়নি। এই ম্যাচ চলাকালীন সময়
গ্যালারিতে বসে আলবেসেলেস্তিদের উৎসাহ
জোগাতে দেখা যায় ‘ফুটবল ইশ্বর’ খ্যাত
ম্যারাডোনাকে।
এর আগে আর্জেন্টিনা ও
বসনিয়া ম্যাচে স্টেডিয়ামে আসতে পারেননি তিনি।
তবে এবারই প্রথম ব্রাজিল বিশ্বকাপের
ম্যাচে গ্যালারিতে দেখা গেল তাকে।

posted from Bloggeroid

No comments: