পড়াশোনার কারণে চলচ্চিত্র
থেকে বিরতি নিয়েছেন শিশুশিল্পী দীঘি।
তবে প্রতি বছর এলিট মেহেদীর নতুন
একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হন তিনি। গত বছর
বিরতি দিয়ে এ বছর আবার এলিটের নতুন
একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন তিনি।
গত ৩ জুন ঢাকায় নতুন বিজ্ঞাপনচিত্রটির দৃশ্যধারণ
হয়েছে। এটি নির্মাণ করেছেন আনজাম মাসুদ।
জানা গেছে, শিগগিরই বিজ্ঞাপনচিত্রটির প্রচার
শুরু হবে বিভিন্ন টিভি চ্যানেলে। এর
মাধ্যমে দীর্ঘ প্রায় দুই বছর টিভি পর্দায়
দেখা যাবে দীঘিকে।
থেকে বিরতি নিয়েছেন শিশুশিল্পী দীঘি।
তবে প্রতি বছর এলিট মেহেদীর নতুন
একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হন তিনি। গত বছর
বিরতি দিয়ে এ বছর আবার এলিটের নতুন
একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন তিনি।
গত ৩ জুন ঢাকায় নতুন বিজ্ঞাপনচিত্রটির দৃশ্যধারণ
হয়েছে। এটি নির্মাণ করেছেন আনজাম মাসুদ।
জানা গেছে, শিগগিরই বিজ্ঞাপনচিত্রটির প্রচার
শুরু হবে বিভিন্ন টিভি চ্যানেলে। এর
মাধ্যমে দীর্ঘ প্রায় দুই বছর টিভি পর্দায়
দেখা যাবে দীঘিকে।
posted from Bloggeroid
No comments:
Post a Comment