Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, June 4, 2014

৬২ বার বিয়ে করে প্রতারণা, অবশেষে গ্রেফতার

পাটনা: একের পর এক বিয়ে। সব মিলিয়ে ৬২বার বসেছেন
বিয়ের পিঁড়িতে। আর এইভাবেই প্রতারণা চালিয়েছেন এক
ব্যক্তি।
ভারতের বিহারের বৈশালী জেলায় বালিগাঁও থানার পুলিশ এমন
এক প্রতারককে গ্রেফতার করেছে।
এখানেই শেষ নয় নিজেকে রেলওয়ের কর্মকর্তা পরিচয়
দিয়ে বেশ কিছু যুবতীকে চাকরি দেয়ার নাম করে তাদের
থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছে ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলাদের বিয়ে করে সে তাদের
পর্নো ভিডিও বানিয়ে বাজারে বিক্রি করত।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী এই যুবকের কাজের এলাকা ছিল
সমস্তিপুর। এই যুবক সমস্তিপুর-সহরসা লাইনে টিটির
ইউনিফর্ম পরে ট্রেনে চড়ত। এরফলেই সে মহিলাদের
মনে বিশ্বাস জাগাত এবং তাদের বিয়ে করত।
বিহারের বালিগাঁও থানার ওসি জানিয়েছেন, কিছুদিন আগেই
বাহারুদ্দীন কাবা গ্রামে এক কিশোরী হঠাৎ উধাও হয়ে যায়।
এই মামলার তদন্তে নেমে পুলিশ ওই যুবকের নাম
জানতে পারে। ওই যুবককে গ্রেফতার করে তার
থেকে চারটি মোবাইল ফোন ও আটটি সিমকার্ড উদ্ধার
করা হয়।
তিনি জানিয়েছেন, ওই যুবক পূর্ব চম্পারণ জেলার
মেহসি থানা এলাকার বাসিন্দা। এর আসল নাম মোহম্মদ
সিজাম, যদিও বিভিন্ন এলাকায় নিজের অন্য নাম বলে বে়ড়াত
এই যুবক। ওই যুবকে গ্রেফতার করার পর প্রায় দুই ডজন
মহিলা থানায় এসে তাকে নিজের স্বামী বলে দাবি করেন।–
সূত্র: ওয়েবসাইট।


Posted via Blogaway

No comments: