Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, June 4, 2014

শাকিবের আপত্তি

ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের
সাথে অপু বিশ্বাসের প্রেম চলছে, এমন কথা প্রায়ই
শোনা যায় মিডিয়া পাড়ায়। তবে দু’জনই
বিষয়টিকে এড়িয়ে গিয়ে বলেছেন, আমরা দু’জন
ভালো বন্ধু। দর্শক দু’জনকে একসাথে দেখতে পছন্দ
করেন বিধায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করি। কিন্তু
সমালোচকেরা বরাবরই এ বিষয়টিতে আপত্তি তুলেছেন।
এবার এই আপত্তিতে নতুন করে রঙ লাগিয়েছেন শাকিব
খান। একটি ছবিতে লাক্সতারকা বিদ্যা সিনহা মিমের
সাথে অভিনয়ে আপত্তি তুলেছেন তিনি। কারণ
হিসেবে শিডিউল ব্যস্ততার কথা বললেও এর
পেছনে নাকি রয়েছে অপুর ইশারা।
পরিচালক সাফিউদ্দীন সাফির নতুন ছবি ড্রিমগার্ল-এ
কয়েক মাসে আগেই শাকিব খান ও
বিদ্যা সিনহা মিমকে কাস্ট করা হয়েছিল। কিন্তু শুরুতেই
নাকি বিষয়টিতে আপত্তি ছিল অপুর। শাকিবের
পাশে অভিনয় করার ইচ্ছে ছিল তার।
নানাভাবে পরিচালককে বুঝিয়েও যখন কোনো কাজ হয়নি,
তখনই শাকিব নানা অজুহাত হাজির করতে শুরু করেন।
কয়েক দিন আগে আনুষ্ঠানিকভাবে পরিচালকের
কাছে ছবিতে অভিনয় না করার কথা জানিয়ে দেন শকিব
খান।
এখন গুঞ্জন উঠেছে, মিমের সাথে শাকিব যেন
কোনোভাবেই অভিনয় না করেন, সেটাই চাচ্ছিলেন অপু।
সেই চাওয়ার পূর্ণতা দিতেই শাকিবের এই সিদ্ধান্ত।
পরিচালক সাফিউদ্দীন সাফি এখনো শাকিবের অপেক্ষায়
রয়েছেন; তাই মুখ খুলতে নারাজ। আর শেষ পর্যন্ত
কী হয়, সেটাও দেখা যাবে শাকিবের দেশে ফেরার পর।
দেশে এসে তার সাইনিং মানি ফিরিয়ে দেয়ার কথাও
শোনা যাচ্ছে।
শাকিব, অপু ও ববি এখন থাইল্যান্ডে অবস্থান করছেন
সিনেমার শুটিংয়ের জন্য। ওখান থেকে চলতি মাসের ১০
তারিখে তারা লন্ডনে একই ছবির শুটিংয়ের জন্য যাবেন।


Posted via Blogaway

No comments: