Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, June 17, 2014

দূর করে নিন আপনার পেটের চর্বি

ছেলে-বুড়ো-মেয়ে সবাই পেটের
চর্বি নিয়ে ভোগেন। এবার জেনে নিন পেটের
চর্বি দূর করার কয়েকটি ঘরোয়া টিপস।
এক গ্লাস হালকা গরম পানিতে লেবু চিপে নিন।
তারপর একটু লবণ মিশিয়ে শরবত
তৈরি করে প্রতিদিন সকালে খান।
চর্বি দৌড়ে পালাবে।
সকালে দুই-তিন কোয়া কাঁচা রসুন খেতে পারেন।
লেবুর শরবত পান করার পর পর রসুন
খেয়ে নিলে ভালো ফল পাওয়া যেতে পারে। এ
অভ্যাসটি আপনার শরীরের ওজন এবং পেটের
চর্বি কমানোর প্রক্রিয়াটি দ্বিগুণ করবে।
শরীরের রক্ত সঞ্চালনও হবে সাবলীল গতিতে।
সকালের নাশতায় শক্ত খাবারের পরিমাণ
কমিয়ে ফলের জায়গা করে দিন। নিয়মিত
সকালে এক বাটি ফল আপনার পেটের
চর্বি কমাতে দারুণ সাহায্য করবে।
পেটের চর্বি থেকে মুক্তি চাইলে পানির
সঙ্গে বন্ধুত্ব করতে হবে। কারণ পানি আপনার
শরীরের পরিপাক ক্ষমতা বাড়িয়ে দিয়ে শরীর
থেকে ক্ষতিকর পদার্থ বের করতে সাহায্য করে।
দৈনন্দিন খাবার তালিকা থেকে সাদা চালের
ভাত বাদ দিন। এর পরিবর্তে আটার
তৈরি খাবার খাওয়ার অভ্যাস করুন।
নানা রকম মসলা না দিয়ে খাবারে দারুচিনি,
আদা, কাঁচা মরিচ বেশি ব্যবহার
করে রান্না করুন। এগুলো শরীরের রক্তে শর্করার
মাত্রা কমিয়ে রাখবে।
চিনি জাতীয় খাবার
শরীরে চর্বি জমতে সাহায্য করে। তাই
চিনি খাওয়া বাদ দিতে হবে। পেটের
চর্বি থেকে রেহাই পেতে হলে চিনির
সঙ্গে শত্রুতা ছাড়া উপায় নেই।
টিপসগুলো এখন থেকেই মেনে চলুন আর পেটের
চর্বি দূর করে হয়ে উঠুন দারুণ স্লিম।

posted from Bloggeroid

No comments: