Headlines



gazitv2

w41j

gazitv

Friday, June 6, 2014

জেনে নিন বিয়ে করার সুফল !

নিউজ ডেস্ক : বিয়ে করার পর দুজন মানুষ
সামাজিকভাবে একত্রে থেকে দুজনের একাকীত্ব দূর
করে মানসিক প্রশান্তি দেয়ার পাশাপাশি শরীরকে সুস্থ
রাখতে সহায়তা করে। জেনে নিন বিয়ে করার সুফলগুলো।
বিয়ে করলে মানুষের আয়ু বেড়ে যায়। গবেষণায় দেখা যায়,
অবিবাহিত মানুষের চেয়ে বিবাহিত মানুষেরা বেশি দিন
বেঁচে থাকেন।
মানুষ যখন মানসিক চাপের মধ্যে থাকে তখন তার
শরীরে স্ট্রেস হরমোনের পরিমাণ বেড়ে যায়। স্ট্রেস
হারমোনের পরিমাণ বেড়ে গেলে খাবার হজমে ব্যঘাত
ঘটে এবং শরীরে নানা রকম রোগের সৃষ্টি করে। কিন্তু এই
স্ট্রেস হরমোন অবিবাহিতদের শরীরে নানা রকম
সমস্যা সৃষ্টি করলেও বিবাহিতদের শরীরে তেমন
ক্ষতি করে না।
বিবাহিতদের চেয়ে অবিবাহিত মানুষের হার্ট অ্যাটাকের
সম্ভবনা বেশি। বিয়ের পর কোনো মানসিক সমস্যায়
থাকলে সঙ্গীর সঙ্গে শেয়ার করলে মানসিক চাপ
খানিকটা হলেও কমে। ফলে সব সময় মানসিক
প্রশান্তি পাওয়া যায়।
বিবাহিতদের দীর্ঘদিন স্মৃতিশক্তি ভালো থাকে। গবেষণায়
দেখা যায়, অবিবাহিতদের চেয়ে বিবাহিতদের
স্মৃতিশক্তি তিনগুণ বেশি সময় ভালো থাকে।
বিবাহিত মানুষের অসুখ কম হয় বিশেষ
করে ফাইব্রিইলোজিয়া নামক অসুখ হয় না। এছাড়া বিবাহিত
নারীদের হাড়ের খনিজ ঘনত্ব ঠিক রাখে।


Posted via BN24Hour

No comments: