Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, July 1, 2014

পৃথিবীর কোন দেশে কত ঘণ্টা রোজা রাখছেন মুসলিম ভাইয়েরা

ডেস্ক : ইসলাম ধর্মাবলম্বীরা রমজান
মাসব্যাপী রোজা রাখেন। আর এ রোজার
সময়ে পার্থক্য হয় বিভিন্ন দেশে। এ
ক্ষেত্রে কয়েকটি দেশে অল্প সময়ের
মধ্যে রোজা রাখা গেলেও কিছু দেশে আবার
তা অনেক দীর্ঘ সময় লাগে। এক
প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন
পোস্ট। আইসল্যান্ডের মুসলমানদের
রোজা রাখা এবার দুরুহ। কারণ আইসল্যান্ডের
রিকজাভিকে এবার সেহরি থেকে ইফতারের
সময়ের পার্থক্য প্রায় ২১ ঘণ্টা ৫৭ মিনিট।
অর্থাৎ ইফতার করার কিছুক্ষণের মধ্যেই তাদের
আবার সেহরি খাওয়ার প্রস্তুতি নিতে হয়।
লন্ডনে এবার রোজা রাখার সময় ১৮ ঘণ্টা ৫৩
মিনিট। জার্মানির বার্লিনে ১৯ ঘণ্টা ১ মিনিট।
কানাডার টরেন্টোতে এবারের রোজার দৈর্ঘ্য
প্রায় ১৭ ঘণ্টা ১৪ মিনিট। যুক্তরাষ্ট্রের বিভিন্ন
স্থানে দিনের দৈর্ঘ্য কমবেশি হয়ে থাকে। এ
কারণে যুক্তরাষ্ট্রের আলাস্কার জুনিআউতে রোজার
দৈর্ঘ্য ১৯ ঘণ্টা ৫১ মিনিট হলেও
ডারবোর্নে তা ১৬ ঘণ্টা ৫৯ মিনিট।
অন্যদিকে শিকাগোতে এ সময় ১৬ ঘণ্টা ৫৪ মিনিট
এবং নিউ ইয়র্ক শহরে ১৬ ঘণ্টা ৪৩ মিনিট। আবার
লস অ্যাঞ্জেলেসে তা ১৫ ঘণ্টা ৪৮ মিনিট।
ঢাকাতে এবার রোজার দৈর্ঘ্য প্রায় ১৫ ঘণ্টা ৩
মিনিট। মক্কায় এটা ১৪ ঘণ্টা ৫৩ মিনিট।
উত্তর গোলার্ধের দেশগুলোতে এবার রোজার সময়
বেশি লাগলেও দক্ষিণ গোলার্ধের
দেশগুলোতে শীতকাল চলায় এ সময় কম। এ
কারণে অস্ট্রেলিয়ার সিডনিতে এবার রোজার
দৈর্ঘ্য ৯ ঘণ্টা ৫৬ মিনিট। অন্যদিকে ব্রাজিলের
রিওতে সেহরি থেকে ইফতারের সময়ের পার্থক্য ১২
ঘণ্টা ৪ মিনিট (নিচের ছবিতে বিস্তারিত দেখুন)।

posted from Bloggeroid

No comments: