Headlines



gazitv2

w41j

gazitv

Friday, July 25, 2014

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশী নিহত

ডেস্ক ॥ সৌদি আরবে এক সড়ক
দুর্ঘটনায় ৩ বাংলাদেশী নিহত হওয়ার খবর
পাওয়া গেছে। রাজধানী রিয়াদ থেকে প্রায় ৭০
কিলোমিটার দূরে ধুরমা নামক স্থানে এই
দুর্ঘটনা ঘটে।
ফাইল ছবি
সৌদি আরবের ওই সড়ক দুর্ঘটনায় ৩
বাংলাদেশি নিহত ও আহত হয়েছেন আরও ৪ জন।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১২টার
দিকে রাজধানী রিয়াদ থেকে প্রায় ৭০
কিলোমিটার দূরে ধুরমা নামক স্থানে এই
দুর্ঘটনার ঘটনাটি ঘটে। এতে নিহত ৩ জন নিহত
হন। নিহতরা হলেন, নোয়াখালী জেলার মো:
জালাল (২৮), কুমিল্লার মাসুদ (২৬)
এবং কিশোরগঞ্জের রনি (২৫)। আহতরা হলেন,
কুমিল্লার জিয়াউর রহমান, চাঁদপুরের কামাল ও
মোতালেব এবং অপর জন ময়মনসিংহের আব্বাস
হোসাইন ।
অপর এক প্রত্যক্ষদর্শী বাংলােদেশী জানান,
কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে একটি পিকআপ
ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে এই
দুর্ঘটনা ঘটে। এতে ৩ জন নিহত হন, গুরুতর আহত
হন অন্তত আরও ৪ জন। আহতের অবস্থাও আশঙ্কাজনক
বলে জানা গেছে। নিহতদের লাশ আনার
ব্যাপারে দূতাবাসের সঙ্গে কথা-
বার্তা হচ্ছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সৌদি আরবসহ
বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের সড়ক
দুর্ঘটনার ঘটনা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে।

posted from Bloggeroid

No comments: