Headlines



gazitv2

w41j

gazitv

Friday, July 25, 2014

তথ্য প্রযুক্তি বিজ্ঞান- উদ্ভাবন জ্ঞান - বিজ্ঞান Copyright © 2012-2014 The Dhaka Times Tweet 3 1 পাসওয়ার্ড হ্যাক হলেও আপনার ফেসবুক হ্যাক হবেনা

্ ডেস্ক ॥ ফেসবুক এখন অনেক
স্পর্শকাতর বিষয় অনেকের জন্য। নানান
ব্যক্তিগত বিষয় নিয়ে সমৃদ্ধ আপনার ফেসবুক
একাউন্টটি যদি হ্যাক হয়ে যায় আপনার এর
থেকে বড় বিপদ আর কি হতে পারে বলুন? হ্যা আজ
আমরা জানবো কিভাবে আপনি আপনার ফেসবুক
পাসওয়ার্ড হ্যাক হলেও
আইডি রক্ষা করতে পারবেন।
আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি সবাই
জেনে যায়, তাহলেও কেউ আপনার
অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না।
অবিশ্বাস্য মনে হচ্ছে? না এটি বাস্তব,
তবে এর জন্য
প্রথমে আপনাকে যা করতে হবে,
ফেসবুকে লগইন করে ওপরে ডান পাশে
Home এর পাশে অ্যারোতে ক্লিক করে
Account Settings-এ ক্লিক করুন
বা সরাসরি www.facebook.com /
settings?ref=mb ঠিকানায় যান।
এবার এখানে বাঁ পাশ থেকে Security-
তে ক্লিক করুন। এখন L ogin Approvals-
এর ডান পাশ থেকে edit -এ ক্লিক করুন।
তারপর Require me to enter a
security code এই ঘরে টিকচিহ্ন দিন।
টিকচিহ্ন দেওয়ার সময় নতুন
একটি বার্তা এলে Set Up Now-এ ক্লিক
করুন।
এখন Phone number বক্সে আপনার
মোবাইল নম্বর লিখে Continue
তে ক্লিক করুন।
আপনার মোবাইলে একটি কোড নম্বর
আসবে। কোড নম্বরটি কোড বক্সে লিখে
Submit Code বাটনে ক্লিক করে Close-
এ ক্লিক করুন।
Login Notifications-এর ডান পাশ থেকে
edit-এ ক্লিক করে Email এবং Text
message বক্সেও টিকচিহ্ন দিয়ে Save -
এ ক্লিক করে রাখতে পারেন।
এতে ইমেইলে আপনার কোড সেন্ড হবে।
এখন ফেসবুক অ্যাকাউন্ট লগআউট
করে পুনরায় আবার ফেসবুকে লগইন করুন।
দেখবেন Name New Device
নামে একটি পেজ এসেছে। সেখানে
Device name বক্সে কোনো নাম লিখে
Save Device-এ ক্লিক করুন।
ব্যাস হয়ে গেলো! এখন থেকে থেকে প্রতিবার
আপনার কম্পিউটার ছাড়া অন্য কারও কম্পিউটার
থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন
করতে চাইলে আপনার মোবাইলে একটি কোড নম্বর
আসবে এবং সেই কোড নম্বরটি কোড বক্সে লিখে
Continue তে ক্লিক করলেই আপনার ফেসবুক
অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। কাজেই আপনার
ফেসবুকের পাসওয়ার্ড সবাই জানলেও কেউ আপনার
ফেসবুকে লগইন করতে পারবে না।

posted from Bloggeroid

No comments: