ব্রাজিলের ফুটবল তারকা নেইমার বলেছেন, কলম্বিয়ার
ডিফেন্ডারের দেয়া আঘাতে তার বিশ্বকাপ ফাইনালে খেলার
স্বপ্ন চুরি হয়ে গেছে।
ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রকাশিত বক্তব্যে নেইমার
শনিবার বলেন, ‘তারা বিশ্বকাপ ফাইনালে খেলার আমার
স্বপ্ন চুরি করে নিয়েছে। তবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন
হওয়ার স্বপ্ন শেষ হয়নি।’
তিনি বলেন, আর দুটি ম্যাচ বাকি আছে। আমি নিশ্চিত,
আমার টিমমেটরা ট্রফি জয় করার জন্য সবকিছু করবেন।
২২ বছর বয়স্ক নেইমার ইনজুরির কারণে এই
বিশ্বকাপে আর খেলতে পারবেন না।
তাকে হেলিকপ্টারে করে রিও
ডি জেনেরিওতে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার কোয়ার্টার
ফাইনাল ম্যাচে কলম্বিয়ার ডিফেন্ডার জুয়ান জুনিগার
আঘাতে তিনি মাঠ ছাড়েন। মঙ্গলবার
সেমিফাইনালে ব্রাজিল খেলবে জার্মানির বিরুদ্ধে।
এদিকে ফিফা জানিয়েছে, আঘাত দেয়াটা বিধিসম্মত ছিল
কি না তা নিয়ে তারা তদন্ত করছে। তবে জুনিগা বলেছেন,
তিনি ইচ্ছাকৃতভাবে আঘাতটি দেননি।
তিনি নেইমারকে একটি চিঠি লিখে আঘাতের জন্য তার
কাছে দুঃখও প্রকাশ করেছেন।
তিনি বলেন, খেলার স্বাভাবিক গতিতেই এই আঘাত
লেগেছে। কোনো খারাপ ইচ্ছা তার ছিল না।
খেলার ৮৮ মিনিটে আঘাত লাগার সময় নেইমার বল
সংগ্রহ করছিলেন। এ সময় জুনিগা পেছন
থেকে লাফিয়ে পড়লে নেইমার পিঠে আঘাত পান।
চিকিৎসকেরা জানিয়েছেন, নেইমারের মেরুদণ্ডে আঘাত
লেগেছে। অস্ত্রোপচার লাগবে না। তবে মাস খানেক
মাঠের বাইরে থাকতে হবে।
Posted via BN24Hour
No comments:
Post a Comment