Headlines



gazitv2

w41j

gazitv

Showing posts with label football news. Show all posts
Showing posts with label football news. Show all posts

Tuesday, July 15, 2014

নতুন মেসি!

ঢাকা: আট বছর বয়সী ‘মেসি’র শৈশবের ভিডিও
বলে চালিয়ে দেওয়া যাবে এটি। দেখার পর মনে শুধু
একটি প্রশ্নই উঁকি দেবে- ভিডিওটি এত পরিষ্কার আর
চকচকে কেনো! মেসির শৈশবের ভিডিও হলে তো প্রায়
সাদাকালো আর ঝাপসা লাগার কথা।
ব্যস, এমন কিছু খুঁতখুঁত ছাড়া আর কোনো পার্থক্য
চোখে পড়বে না। মেসির মতই নজরকাড়া ড্রিবিলিং আর
অবিশ্বাস্য গতির সঙ্গে ভারসাম্যের মিশেল।
মেসিকে বলা হয় আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। এবার
বুঝি এই উপাধি হারাতে বসলেন বার্সেলোনার বিস্ময় তারকা।
কারণ তার দেশেই দেখা মিললো আট বছর বয়সী আরেক
ক্ষুদে জাদুকরের। নতুন জাদুকরের নাম ক্লদিও গ্যাব্রিয়েল
নানকুফিল।
ফুটবল বিশ্ব সবসময় নতুন মেসির খোঁজে থেকেছে।
ডিফেন্ডার-গোলকিপারদের ত্রাস হয়ে তার মত আর
কে জালে বল জড়িয়ে ফুটবলপ্রেমীদের আনন্দে মাতাবে এ
নিয়ে অনুসন্ধিৎসু ছিল বিশ্ব!
অনুসন্ধানী ফুটবলবিশ্বকে আর্জেন্টাইন সংবাদ
মাধ্যমগুলো জানাচ্ছে, যেখান থেকে মেসির আবির্ভাব
ঘটেছিল, সেখানেই পাওয়া গেল নানকুফিলকে।
নানকুফিল তার পায়ের জাদুতে ইতোমধ্যেই স্থান
পেয়ে গেছেন আর্জেন্টিনার বড় ক্লাবে। তাকে ভেড়ানোর
জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ইউরোপীয় ক্লাবগুলো।
সেখানেও হাঁটতে পারেন মেসির পথে। এর মধ্যেই
বার্সেলোনার সুনজরে পড়েছেন এই নতুন মেসি।
তাকে পেতে ইংলিশ ক্লাব চেলসি আর ম্যানচেস্টার
ইউনাইটেড লড়াই শুরু করে দিয়েছে বার্সা-রিয়াল মাদ্রিদের
সঙ্গে।
এই ক্ষুদে তারকার বসবাস আর্জেন্টিনার পাহাড়ি শহর
ব্যারিলোচে। তার ক্ষুদে পায়ের বিস্ময় কারিকুরির
ভিডিওটি ইন্টারনেটে ছেড়েছেন দাদু।
নতুন মেসির অপেক্ষায় থাকা ফুটবলবিশ্বের এখন ‘দাঁতে নখ
কাটা’ অপেক্ষা, ‘কলি তো দেখা দিল, এবার ফুল ফোটার
পালা।’


Posted via BN24Hour

বিশ্বকাপে রিহান্না ও চ্যাম্পিয়ন জার্মানের খেলোয়াড়দের যে চুমুতে ফিফা সহ গোটা বিশ্বে তোলপাড়!

বিশ্বকাপ ডেস্ক : সদ্য সমাপ্ত ব্রাজিল বিশ্বকাপের একেক
সময়ে তার টুইট আলোচনা সম্ভাবনার ঝড় তুললেও এবার
সেই টুইটই ডুবাতে বসেছে পপ তারকা রিহান্না ও চ্যাম্পিয়ন
জার্মান দলের খেলোয়াড়দের।
ব্রিটেনের প্রভাবশালী দৈনিক ডেইলি মেইল মঙ্গলবার এক
প্রতিবেদনে জানিয়েছে, ফিফার ফুটবল বিশ্বকাপ-২০১৪
ট্রফি ছুঁয়ে নিয়ম ভঙ্গ করেছেন বারবাডোজের এই তারকা!
যেখানে ফিফার আইন অনুযায়ী বিজয়ী দল ও সে দেশের
রাষ্ট্রপ্রধান ছাড়া আর কেউ এই ট্রফি ছুঁতে পারবেন
না সেখানে রিহান্না শুধু এ ট্রফি ছুঁয়েই ক্ষান্ত দেন নি, চুমুও
দিয়েছেন তাতে!!
আর, তার প্রমাণ কিন্তু অন্য কেউ দেয়নি ফিফার কাছে।
রিহান্না নিজেই সেই কেচ্ছা রীতিমতো ঢোল
বাজিয়ে টুইটারে পোস্ট করে জানিয়েছেন বিশ্বকে।
এখানেই
শেষ
নয়।
জয়ের
উত্তেজনা আর
আনন্দে নিয়ম
ভুলে গিয়েছিলেন
জার্মান ফুটবলাররাও। বিশ্বকাপ জয়ের আনন্দ-অনুষ্ঠানের
প্রায় প্রতিটি ছবিতেই দেখা গেছে ট্রফির সঙ্গে রিহান্নাও
আছেন তাদের বাহুডোরে।
এরপরই ‘ট্রফি ছুঁয়েছি, ট্রফি ধরেছি, চুমু দিয়েছি।
এমনকি ছবিও তুলেছি।’ টুইট প্রকাশের
জেরে গণমাধ্যমে খবর বের হয় ফিফার আইন ভাঙায় শাস্তির
মুখোমুখি হতে পারেন জনপ্রিয় এই পপ তারকা ও জার্মান
ফুটবলাররা।


Posted via BN24Hour

Sunday, July 13, 2014

পাঁচ কারণে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

ঢাকা: আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। দীর্ঘ এক
মাসের ইতি টানবে কে? কে জিতবে ব্রাজিল
বিশ্বকাপ? এমন প্রশ্ন সবার মনে। আর্জেন্টিনা ও
জার্মানির মধ্যে কে সেরা? সকল সূত্রের খতিয়ান
মিলিয়ে দেখলে এগিয়ে আর্জেন্টিনা।
তবে সকল প্রশ্নের উত্তর
পাওয়া যাবে মারাকানা স্টেডিয়ামে। রাত একটায়
শুরু হতে যাওয়া ফাইনাল ম্যাচে পাঁচ
কারণে আর্জেন্টিনাকে এগিয়ে রাখা যায়। যদিও
শক্তির দিক থেকে জার্মানিও কম না। নিজেদের
সেরা খেলাটুকু
দেখিয়ে দিয়েছে সেমিফাইনালে ব্রাজিলের
বিপক্ষে।
১৯৮৬ সালে মেক্সিকোতে বিশ্বকাপের ফাইনাল
ম্যাচে পশ্চিম জার্মানিকে ৩-২
গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। পরের
আসরে প্রতিশোধ নেয় জার্মানি। ১৯৯০
সালে ইতালিতে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা।
পাঁচটি কারণঃ
১। লিওনেল মেসি:
আর্জেন্টিনা দলের মূল শক্তি লিওনেল মেসি।
জাতীয় দলের হয়ে যতগুলো ম্যাচ খেলেছেন তার
চেয়ে বেশি খেলেছেন বার্সেলোনায়। আর ২০০৬
সালে বিশ্বকাপে খেলতে নেমে আলোড়ন ফেলে দেন
মেসি। এরপর ২০১০ সালে ছিলেন ব্যর্থ। এখন তার
বয়স ২৭ বছর। বিশ্বের যত বড় বড়
তারকা ফুটবলাররা বিশ্বকাপ জিতেছেন তাদের
বয়স ২৫-৩০ বছর ছিল। আর এই
বিশ্বকাপে নিজে না যতটা খেলেছেন তার
চেয়ে বেশি অন্যদের সহায়তা করেছেন। এটাই তার
জন্য সেরা সময় বিশ্বকাপ জেতার, নিজেকে বিশ্ব
সেরা প্রমান করার।
২। শক্তিশালী ব্যাকলাইন:
বরাবরই দুর্বল ডিফেন্স
নিয়ে বিশ্বকাপে আসে আর্জেন্টিনা। কিন্তু এবার
তারা অন্যবারের চেয়ে কিছুটা ব্যতিক্রম। তার
প্রমান মাঠে দিয়েছে। এ আসরে সবচেয়ে কম গোল
খেলেছে আর্জেন্টিনা। সার্জিও
রোমেরোকে ফাঁকি দিয়ে মাত্র তিন গোল
জালে গিয়েছে। অটল পাহাড়ের মত দাঁড়িয়ে থাকেন
জাভিয়ার মাসচেরানো, এজেকুয়েল গ্যারি,
এনজো পেরেজ ও লুকাস বিগলিয়া। জার্মানির
শক্তিশালী আক্রমনভাগকে প্রতিহত করার জন্য
রয়েছেন তারা।
৩। অপরাজিত শক্তি ও ভাগ্য:
বিশ্বকাপের সবকটি ম্যাচে জয়
নিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এ পর্যন্ত
কোন ম্যাচে হার বা ড্র করতে হয়নি তাদের। গ্রুপ
পর্বে নাইজেরিয়ার সঙ্গে ৩-২ গোলে ম্যাচ শেষ
করে তারা। একটু বেশি ভুল হলে ম্যাচ ড্র
হতে পারতো। ইরানের সঙ্গে অতিরিক্ত সময়ে গোল
দেয় মেসি। সুইজারল্যান্ডের সঙ্গে অতিরিক্ত
সময়ের ১১৮ মিনিটে গোল দেয় ডি মারিয়া।
ভাগ্যও তাদের সঙ্গে কোন হের-ফের করেনি।
এমনকি সেমিফাইনালে নেদারল্যান্ডসের
বিপক্ষে গোল শূণ্য ড্র হওয়ার পর
পেনাল্টিতে জেতে তারা। যেখানে নেদারল্যান্ডস
কোস্টারিকা ছাড়া সবদলকে গোল দিয়েছে।
এমনকি তৃতীয় স্থান
নির্ধারণী ম্যাচে ব্রাজিলকে গুনে গুনে তিনটি গোল
দিয়েছে।
তাই বলাই যায় জার্মানিদের রুখে দিতে প্রস্তুত
রয়েছে আর্জেন্টিনা।
৪। সেরারা আছে এই দলে:
চোটের কারণে অ্যাঞ্জেলো ডি মারিয়া দলের
বাইরে রয়েছে। তবুও নেদারল্যান্ডসের
সঙ্গে আক্রমণ, পাল্টা আক্রমণের কমতি ছিল না।
ছিল গোল প্রতিহত করার কৌশল। আক্রমণ
ভাগে রয়েছে বিশ্ব সেরা মেসি, গঞ্জালো হিগুয়েন
ও সার্জিও আগুয়েরো। গোল কম করলেও
প্রতি ম্যাচে জয় এনেছে তারা। আর্জেন্টাইনদের
কাছ থেকে বল অন্য কেউ নিয়ে বেশিক্ষণ
রাখতে পারেনি। দ্রুতই নিজেদের কাছে বল
ফিরিয়ে এনেছে তারা।
৫। সঠিক কাজটি করেন স্যাবেলা:
কোন কাজটি কখন করতে হবে সেটা খুব ভালো মত
করেছেন আর্জেন্টাইন কোচ আলেসান্দ্রো স্যাবেলা।
শেষ ম্যাচে কোন পরিবর্তন রাখছেন না স্যাবেলা।
ম্যারাডোনা ও রিকার্ডো বাতিস্তার
চলে যাওয়ার পর কেউ আর আর্জেন্টিনার
মর্যাদা উঁচু করতে পারেনি। আর এই
বিশ্বকাপে প্লেয়ারদের কাকে কোথায়
খেলাতে হবে, কাকে কখন
ওঠাতে হবে বা নামাতে হবে সেটা সুকৌশলে করেছেন
স্যাবেলা। অন্য কোচদের মত সাইড
লাইনে বসে থাকেন না তিনি। সাইড লাইন
থেকে সব সময় ফুটবলারদের
নিদের্শনা দিয়ে থাকেন।


Posted via BN24Hour

Saturday, July 12, 2014

ডাচদের বিপক্ষে মান বাঁচানোর লড়াই ব্রাজিলের

ঢাকা: এবারের বিশ্বকাপের সেমিফাইনালিস্ট
নেদারল্যান্ডসের বিপক্ষে মান বাঁচানোর
লড়াইয়ে নামছে অপর সেমিফাইনালিস্ট স্বাগতিক
ব্রাজিল। বাংলাদেশ সময় শনিবার রাত ২টায়
ব্রাসিলিয়ার এস্তাদিও ন্যাসিওনাল
স্টেডিয়ামে এ লড়াই শুরু হচ্ছে।
সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লড়েও
টাইব্রেকারে বিদায় নেওয়া ডাচরাও তৃতীয় স্থান
নির্ধারণী ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়নদের
কোনো ছাড় দেবে না বলে মনে করা হচ্ছে।
আপাতঃদৃষ্টে টুর্নামেন্টে এ তৃতীয় স্থান
নির্ধারণী ম্যাচের কোনো গুরুত্ব না থাকলেও
ফুটবলের দেশ ব্রাজিলের লড়াই বলে নজর
থাকছে অনেক বেশি। বিশেষত এই কারণে যে,
সেমিফাইনালে জার্মানির সঙ্গে ৭-১
গোলে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপকে কেঁদে বিদায়
দিয়েছে ব্রাজিল; জার্মানির সঙ্গে এমন হার
কেবলই ‘অঘটন’ প্রমাণে ডাচদের
বিপক্ষে ঘুরে দাঁড়াতেই হবে স্বাগতিকদের। এ
ম্যাচের ফলাফলও ‘অপ্রত্যাশিত’ কিছু হলে অনেক
বেশি সমালোচনায় পুড়তে হবে পাঁচবারের
চ্যাম্পিয়নদের।
আবার গতবারের রানারআপ নেদারল্যান্ডস
সেমিফাইনালে এসে আর্জেন্টিনার
সঙ্গে সমানতালে লড়ে টাইব্রেকার ভাগ্যে হত
হয়ে বিদায় নিয়েছে।
শিরোপা জিততে যে নিজেদের যথেষ্ট সামর্থ ছিল
সেটা প্রমাণে এ ম্যাচে জিততেই চাইবে টোটাল
ফুটবলের জনকরা।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: জুলিও সিজার
(গোলরক্ষক), মাইকন, ডেভিড লুইজ,
থিয়াগো সিলভা (অধিনায়ক), মার্সেলো, পলিনহো,
লুইজ গুস্তাভো, অস্কার, উইলিয়ান, বার্নার্ড ও জো।
কোচ: লুই ফিলিপ স্কলারি
নেদারল্যান্ডসের সম্ভাব্য একাদশ: সিলেসেন
(গোলরক্ষক), মার্টিনস ইন্ডি, রন ভ্লার, ডি ভ্রিজ,
ডেলে ব্লাইন্ড, ভাইনালডাম, অ্যান্টনি গুজম্যান,
ওয়েসলি স্নেইডার, অ্যারিয়েন রোবেন, রবিন ফন
পার্সি (অধিনায়ক) ও ডির্ক কায়ুট।
কোচ: লুই ফন গাল
এ ম্যাচে রেফারির দায়িত্বে থাকছেন
আলজেরিয়ার জামাল হামৌদি।
এর আগে, নিজেদের ১১ বারের দেখায়
সমানভাবে তিনটি ম্যাচ করে জিতেছে দুই দল।
বাকি ৫টি ম্যাচের মীমাংসা হয়েছে ড্র’তে। গত
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রোবেন-
স্নেইডারদের কাছে ২-১ গোলে হেরে বিদায়
নিয়েছিল কাকা-রবিনহো-ফ্যাবিয়ানো-
আদ্রিয়ানোরা।


Posted via BN24Hour

Sunday, July 6, 2014

আমার বিশ্বকাপ স্বপ্ন চুরি হয়ে গেছে : নেইমার

ব্রাজিলের ফুটবল তারকা নেইমার বলেছেন, কলম্বিয়ার
ডিফেন্ডারের দেয়া আঘাতে তার বিশ্বকাপ ফাইনালে খেলার
স্বপ্ন চুরি হয়ে গেছে।
ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রকাশিত বক্তব্যে নেইমার
শনিবার বলেন, ‘তারা বিশ্বকাপ ফাইনালে খেলার আমার
স্বপ্ন চুরি করে নিয়েছে। তবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন
হওয়ার স্বপ্ন শেষ হয়নি।’
তিনি বলেন, আর দুটি ম্যাচ বাকি আছে। আমি নিশ্চিত,
আমার টিমমেটরা ট্রফি জয় করার জন্য সবকিছু করবেন।
২২ বছর বয়স্ক নেইমার ইনজুরির কারণে এই
বিশ্বকাপে আর খেলতে পারবেন না।
তাকে হেলিকপ্টারে করে রিও
ডি জেনেরিওতে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার কোয়ার্টার
ফাইনাল ম্যাচে কলম্বিয়ার ডিফেন্ডার জুয়ান জুনিগার
আঘাতে তিনি মাঠ ছাড়েন। মঙ্গলবার
সেমিফাইনালে ব্রাজিল খেলবে জার্মানির বিরুদ্ধে।
এদিকে ফিফা জানিয়েছে, আঘাত দেয়াটা বিধিসম্মত ছিল
কি না তা নিয়ে তারা তদন্ত করছে। তবে জুনিগা বলেছেন,
তিনি ইচ্ছাকৃতভাবে আঘাতটি দেননি।
তিনি নেইমারকে একটি চিঠি লিখে আঘাতের জন্য তার
কাছে দুঃখও প্রকাশ করেছেন।
তিনি বলেন, খেলার স্বাভাবিক গতিতেই এই আঘাত
লেগেছে। কোনো খারাপ ইচ্ছা তার ছিল না।
খেলার ৮৮ মিনিটে আঘাত লাগার সময় নেইমার বল
সংগ্রহ করছিলেন। এ সময় জুনিগা পেছন
থেকে লাফিয়ে পড়লে নেইমার পিঠে আঘাত পান।
চিকিৎসকেরা জানিয়েছেন, নেইমারের মেরুদণ্ডে আঘাত
লেগেছে। অস্ত্রোপচার লাগবে না। তবে মাস খানেক
মাঠের বাইরে থাকতে হবে।


Posted via BN24Hour

Tuesday, June 24, 2014

Neymar's Gabriella

DHAKA: As the hype around Neymar increases,
fans will be wondering about the Brazilian
star’s significant other.
Brazil’s current golden boy is said to be dating
Gabriella Lenzi now. However, they have not
made their relationship status official.
Previously, Neymar dated Bruna Marquezine,
but the relationship appears to be over.
Lenzi appears to enjoy swimming and
gymnastics, judging by her Instagram pictures.
She seems to enjoy taking selfies, and has more
than 422,000 followers on Instagram.
Neymar’s rumored girlfriend is also signed to
David Foster Talent agency, the



posted from Bloggeroid