Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, July 5, 2014

বাংলাদেশ দলের হয়ে ক্রিকেট না খেলার হুমকি সাকিবের

শেষ প্রর্যন্ত বাংলাদেশ দলের হয়ে ক্রিকেট
না খেলার হুমকি দিলেন সাকিব। বাংলাদেশ দলের
হয়ে ওয়ানডে ও টেস্ট ক্রিকেট ছেড়ে দেয়ার
হুমকি দিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে এমন
কথা জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসান।
অস্ট্রেলিয়া থেকে কোচ সাকিবের হুমকির এটি ই-
মেইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
বিসিবির সভাপতি নাজমুল হাসান
পাপনকে পাঠিয়েছেন। বিসিবি সভাপতি সেই ই-
মেইলের প্রাপ্তি স্বীকার করেছেন।
এ বিষয়ে তিনি বলেন, ‘এমন
একটি চিঠি আমি দেখেছি। ঠিক বুঝতে পারছি না,
কী করে ও (সাকিব) এ কথা বলতে পারে!
আমি তাদের
সঙ্গে সামনা সামনি বসে বিষয়টা জানতে চাইব।’
বিসিবি সভাপতি বলেন, ‘এ ঘটনা যদি সত্যি হয়,
কাউকেই ছাড়া হবে না। শৃঙ্খলার
প্রশ্নে কোনো আপস নয়।’
এদিকে, একটি সূত্র বলছে আগামীকাল
দেশে ফিরবেন সাকিব। তবে বিসিবির দায়িত্বপ্রাপ্ত
একজন কর্মকর্তা জানিয়েছেন, সাকিব
কবে দেশে ফিরবেন তা তিনি জানেন না।
বিসিবি জানে কি না- এমন প্রশ্নের
জবাবে তিনি বলেন, ‘আমি জানি না।’
সাকিবকে হঠাৎ করে ফিরে আসতে বলার কারণ
জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের বাইরে লিগ
খেলতে গেলে একটি অনুমতির প্রয়োজন পড়ে,
সাকিব সেটা নেয়নি বলেই
তাকে ফিরে আসতে বলা হয়েছে। আগামী সাত
তারিখ একটি মিটিং আছে, সেখানে তার
বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
সভায় তাকে খেলতে যাওয়ার অনুমতি দেয়ার
সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন,
‘এটা বলা খুব ডিফিকাল্ট।'

posted from Bloggeroid

No comments: