Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, July 5, 2014

নেইমারের জন্য মেসির সুস্থতা কামনা

পিঠে আঘাত পেয়ে বিশ্বকাপ শেষ
হয়ে যাওয়া ব্রাজিল সুপারস্টার নেইমারের
সুস্থতা কামনা করেছেন আর্জেন্টাইন ফুটবল
জাদুকর লিওলেন মেসি।
নিজের ফেসবুক পেজে মেসি শনিবার লিখেছেন,
‘দ্রুত সেরে ওঠো বন্ধু নেইমার।
শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে তিনি পিঠে আঘাত
পান, যে ম্যাচ ২-১ ব্যবধানে জিতে ব্রাজিল সেমি-
ফাইনালে পৌঁছে গেছে।
খেলার ৮৮ মিনিটে মাঝমাঠে বল দখলের জন্য
লাফিয়ে উঠেন কলম্বিয়ার হুয়ান ক্যামিলো জুনিগা।
তার হাঁটুর আঘাতে মাটিতে ছিটকে পড়েন নেইমার।
সঙ্গে সঙ্গেই চোখে মুখে ফুটে ওঠে প্রচ- ব্যথার
চিহ্ন। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নেইমার।
পরে নেইমারকে সরাসরি নিয়ে যাওয়া হয়
ফোর্তালেজা হাসপাতালে।ঈধঢ়ঃঁৎবথ২৭
নেইমারের অপ্রত্যাশিত এ আঘাতের আঁচড়
লেগেছে গোটা ব্রাজিলে। সেই সঙ্গে সারা বিশ্বের
ব্রাজিল ভক্ত-সমর্থকদের মনেও।’
নেইমারকে ছাড়াই সেমিফাইনালে জার্মানির
বিপক্ষে মাঠে নামতে হবে ব্রাজিলকে।
তাছাড়া মেসির সঙ্গে বার্সেলোনার প্রাক-
মৌসুমে নতুন কোচ লুইস এনরিকের
তত্ত্বাবধানে অনুশীলন থেকেও
হয়তো ছিটকে পরতে পারেন নেইমার।

posted from Bloggeroid

No comments: