Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, August 19, 2014

ছয় মাসের অন্তঃসত্ত্বা বর্ষা

বিনোদন ডেস্ক : সিনেমার কাহিনী নয় কিন্তু। সত্যি সত্যিই
মা হতে যাচ্ছেন বর্তমানে আলোচিত অভিনেত্রী বর্ষা।
বর্তমানে তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা।
একটি সূত্রে জানা যায়, এ কারণে চেকআপের জন্য
তিনি জাপান যাচ্ছেন। সেখান থেকে সিঙ্গাপুর
হয়ে আরো কয়েকটি দেশে যাওয়ার কথা রয়েছে তার। তার
সঙ্গে থাকবেন স্বামী অনন্ত জলিল। একই সঙ্গে অনন্ত
জলিল তার বাণিজ্যভ্রমণও শেষ করে আসবেন। দেশের
বাইরেই বর্ষা তার প্রথম সন্তান প্রসবের
পরিকল্পনা করেছেন। এ বিষয়ে বর্ষার
সঙ্গে কথা বলতে চাইলে তার সঙ্গে যোগাযোগ
করা হলে তাকে পাওয়া যায়নি। এই অভিনেত্রীর পুরো নাম
আফিয়া নুসরাত বর্ষা। ১৯৮৯ সালের ২৮
ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি। চার
ভাই বোনের মধ্যে বর্ষা সবার বড়। মডেল
হিসেবে শোবিজে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি।
২০১০ সালে ইফতেখার চৌধুরীর ‘খোঁজ: দ্যা সার্চ’
চলচ্চিত্রের মাধ্যমে অনন্ত জলিলের সঙ্গে জুটি বাঁধেন। এ
পর্যন্ত এ জুটির
পাঁচটি ছবি মুক্তি পেয়েছে এবং সবগুলো ছবিই আলোচিত
হয়েছে।
বর্ষা বর্তমানে গ্রামীণফোনের
ব্র্যান্ড
অ্যাম্বাসেডরের
দায়িত্ব
পালন
করছেন।
এছাড়া তিনি মুনসুন
ফিল্মের
ব্যবস্থাপনা পরিচালক।
২০১১
সালের
২৩
সেপ্টেম্বর
তিনি অনন্ত
জলিলকে বিয়ে করেন।

posted from Bloggeroid

No comments: