Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, August 19, 2014

মালয়েশিয়ায় ৩ বাংলাদেশী নিহত

ঢাকা : মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিম (স্প্যান) ভেঙ্গে তিন
বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছেন।
কোটা দামানসারা এলাকায় সোমবার রাতে ঘটা ওই দুর্ঘটনায়
মঙ্গলবার দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজনের
মৃতদেহ সোমবার গভীর রাতেই উদ্ধার করা হয়েছিল। খবর
চ্যানেল নিউজএশিয়ার।
নিহতরা হলেন- মোহাম্মদ ফারুক খান, মোহাম্মদ আলাউদ্দিন
মল্লিক ও মোহাম্মদ এলাহী হোসেন।
দ্রুত রেল চলাচলের (মনোরেল) রাস্তা নির্মাণাধীন অবস্থায়
৪৯০ টন ওজনের কংক্রিটের বিম পড়ে গিয়ে ওই
দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকর্মীরা বিমের নিচ থেকে মঙ্গলবার স্থানীয় সময়
দুপুর ১টা ৩৫ মিনিটে ফারুক ও আলাউদ্দিনের মৃতদেহ উদ্ধার
করে। এর আগে সোমবার রাত আড়াইটার
দিকে এলাহী নামে আরেক বাংলাদেশী শ্রমিকের মৃতদেহ
উদ্ধার করা হয়েছিল।
মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য সাঙ্গেই বুলোহ
হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পরপরই দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক
ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন।

posted from Bloggeroid

No comments: