ঢাকা : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,
দায়িত্ব পেলে ঢাকাসহ সব মহানগরের
সড়কগুলো সাত দিনের মধ্যে ঠিক করে ফেলব।
বুধবার দুপুরে পিপিআরসি-ব্র্যাক আয়োজিত
‘বাংলাদেশের সড়ক নিরাপত্তা : বাধা ও
বাস্তবতার প্রেক্ষাপট’ শীর্ষক প্রতিবেদন
প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন যোগাযোগমন্ত্রী।
রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত
ডেইলি স্টার ভবনের আজিজুর রহমান সম্মেলন
হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকার অনেক সড়কের
অবস্থাই ভালো নয়। অনেক মহানগরেরও একই রকম
অবস্থা। কিন্তু এগুলো আমার মন্ত্রণালয়ের আওতায়
পড়ে না। যদি আমাকে ঢাকাসহ মহানগরগুলোর
সড়কের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সাত দিনের
মধ্যে সব ঠিক করে ফেলব।’
তিনি বলেন,
‘সড়ক
দুর্ঘটনা রোধ,
সড়কের
উন্নয়নসহ
যোগাযোগ
ব্যবস্থার
আমূল
পরিবর্তনের
জন্য
সবকিছু
আমি করতে চাই।
কিন্তু
সবকিছু
করতে পারি না।
এর
পেছনে কিছু
কারণও আছে। রাজনীতি, ভোটের রাজনীতি- এসব
কারণে বাধা পাই। তবে আমার আন্তরিকতার
কোনো অভাব নেই।’
সড়ক সম্প্রসারণের কাজে কিছু বাধার কথা উল্লেখ
করে তিনি বলেন, ‘ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বড়
বাধা। একটি মসজিদ সরানোর জন্য সব ক্ষতিপূরণ
দেওয়ার পরও স্থানীয় লোকজনের
সঙ্গে আমাকে ৩০টি বৈঠক করতে হয়েছে।’
গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন পিপিআরসির
নির্বাহী চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক
সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,
দায়িত্ব পেলে ঢাকাসহ সব মহানগরের
সড়কগুলো সাত দিনের মধ্যে ঠিক করে ফেলব।
বুধবার দুপুরে পিপিআরসি-ব্র্যাক আয়োজিত
‘বাংলাদেশের সড়ক নিরাপত্তা : বাধা ও
বাস্তবতার প্রেক্ষাপট’ শীর্ষক প্রতিবেদন
প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন যোগাযোগমন্ত্রী।
রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত
ডেইলি স্টার ভবনের আজিজুর রহমান সম্মেলন
হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকার অনেক সড়কের
অবস্থাই ভালো নয়। অনেক মহানগরেরও একই রকম
অবস্থা। কিন্তু এগুলো আমার মন্ত্রণালয়ের আওতায়
পড়ে না। যদি আমাকে ঢাকাসহ মহানগরগুলোর
সড়কের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সাত দিনের
মধ্যে সব ঠিক করে ফেলব।’
তিনি বলেন,
‘সড়ক
দুর্ঘটনা রোধ,
সড়কের
উন্নয়নসহ
যোগাযোগ
ব্যবস্থার
আমূল
পরিবর্তনের
জন্য
সবকিছু
আমি করতে চাই।
কিন্তু
সবকিছু
করতে পারি না।
এর
পেছনে কিছু
কারণও আছে। রাজনীতি, ভোটের রাজনীতি- এসব
কারণে বাধা পাই। তবে আমার আন্তরিকতার
কোনো অভাব নেই।’
সড়ক সম্প্রসারণের কাজে কিছু বাধার কথা উল্লেখ
করে তিনি বলেন, ‘ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বড়
বাধা। একটি মসজিদ সরানোর জন্য সব ক্ষতিপূরণ
দেওয়ার পরও স্থানীয় লোকজনের
সঙ্গে আমাকে ৩০টি বৈঠক করতে হয়েছে।’
গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন পিপিআরসির
নির্বাহী চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক
সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
posted from Bloggeroid
No comments:
Post a Comment