সৌদি আরবে শ্রম ও আবাসন আইন
লঙ্ঘনকারী অবৈধ শ্রমিকদের
বিরুদ্ধে আবারো চালু
হতে যাচ্ছে ধরপাকড়ের কাজ। গতকাল
শ্রম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন
কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ
করা হয়। বৈঠকের পর স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়,
শ্রমসংক্রান্ত অপরাধের জন্য অর্থাৎ
কোনো অবৈধ শ্রমিক তার নিজ সৌদি মালিকের
কাজ ছাড়া অন্যত্র কাজ
করা অবস্থায় ধরা পড়লে উভয়
মালিককেই কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
এ ক্ষেত্রে প্রথমবার
ধরা পড়লে সৌদি মালিকদের
জরিমানা গুনতে হবে ১৫ হাজার রিয়াল
এবং এক বছর ধরে কোনো শ্রমিক নিয়োগ
দিতে পারবে না। দ্বিতীয়বার
ধরা পড়লে ৩০ হাজার রিয়াল
জরিমানা এবং তিন মাসের জেল ও দুই
বছর ধরে শ্রমিক নিয়োগ বন্ধ
এবং তৃতীয়বার ধরা পড়লে এক লাখ
রিয়াল জরিমানা এবং ছয় মাসের জেল
ও পাঁচ বছর পর্যন্ত শ্রমিক নিয়োগ নিষিদ্ধ
করা হবে।
এ ছাড়া ফ্রি ভিসায় আসা অবৈধ
শ্রমিক ধরা পড়লে প্রথমবার ১৫
হাজার রিয়াল জরিমানা,
দ্বিতীয়বার ২৫ হাজার রিয়াল
জরিমানা ও তিন মাসের জেল
এবং তৃতীয় বার ৫০ হাজার রিয়াল
জরিমানাসহ ছয় মাসের জেল
খাটতে হবে। বিবৃতিতে আরো বলা হয়, অবৈধ
শ্রমিকদের শুধু কর্মস্থল
বা বাসাবাড়িতেই নয়,
রাস্তাঘাটেও ধরা হবে। সৌদি নাগরিকদের
চাকরি ও ব্যবসায়ের সুযোগ তৈরির জন্য এ
ধরনের পদক্ষেপ বলে জানান
কর্মকর্তারা।
লঙ্ঘনকারী অবৈধ শ্রমিকদের
বিরুদ্ধে আবারো চালু
হতে যাচ্ছে ধরপাকড়ের কাজ। গতকাল
শ্রম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন
কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ
করা হয়। বৈঠকের পর স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়,
শ্রমসংক্রান্ত অপরাধের জন্য অর্থাৎ
কোনো অবৈধ শ্রমিক তার নিজ সৌদি মালিকের
কাজ ছাড়া অন্যত্র কাজ
করা অবস্থায় ধরা পড়লে উভয়
মালিককেই কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
এ ক্ষেত্রে প্রথমবার
ধরা পড়লে সৌদি মালিকদের
জরিমানা গুনতে হবে ১৫ হাজার রিয়াল
এবং এক বছর ধরে কোনো শ্রমিক নিয়োগ
দিতে পারবে না। দ্বিতীয়বার
ধরা পড়লে ৩০ হাজার রিয়াল
জরিমানা এবং তিন মাসের জেল ও দুই
বছর ধরে শ্রমিক নিয়োগ বন্ধ
এবং তৃতীয়বার ধরা পড়লে এক লাখ
রিয়াল জরিমানা এবং ছয় মাসের জেল
ও পাঁচ বছর পর্যন্ত শ্রমিক নিয়োগ নিষিদ্ধ
করা হবে।
এ ছাড়া ফ্রি ভিসায় আসা অবৈধ
শ্রমিক ধরা পড়লে প্রথমবার ১৫
হাজার রিয়াল জরিমানা,
দ্বিতীয়বার ২৫ হাজার রিয়াল
জরিমানা ও তিন মাসের জেল
এবং তৃতীয় বার ৫০ হাজার রিয়াল
জরিমানাসহ ছয় মাসের জেল
খাটতে হবে। বিবৃতিতে আরো বলা হয়, অবৈধ
শ্রমিকদের শুধু কর্মস্থল
বা বাসাবাড়িতেই নয়,
রাস্তাঘাটেও ধরা হবে। সৌদি নাগরিকদের
চাকরি ও ব্যবসায়ের সুযোগ তৈরির জন্য এ
ধরনের পদক্ষেপ বলে জানান
কর্মকর্তারা।
posted from Bloggeroid
No comments:
Post a Comment