সোহানা ঢাকায় থাকলেও তার গ্রামের
বাড়ি কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে, সেখান
থেকেই ঢাকা ফেরার পথে দুই বাসের
মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং তাৎক্ষণিক সিলিন্ডার
বিস্ফোরণ হয়ে বাস দুটিতেই আগুন লেগে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভৈরব
থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের
একটি যাত্রীবাহী বাসের
সঙ্গে মনোহরদীগামী মেঘালয় পরিবহনের
একটি বাসের সংঘর্ষ ঘটে। এসময় গ্যাস সিলিন্ডার
বিস্ফোরিত হয়ে দুটি বাসেই আগুন ধরে যায়।
নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ
জামান দুর্ঘটনার পরপরই ১০ মৃত্যুর খবর নিশ্চিত
করেন।
/*মেঘের উপর বাড়ি করবো। যাতে কেউ
আমাকে খুজে না পায়। আমাকে অশান্তিতে না
রাখে। একা থাকবো। ধরা ছোঁয়ার
বাইরে চলে যাবো।* /
সোহানা কি জানতেন তার এই করুণ পরিণতি হবে?
তিনি কি ভাবে ওই স্ট্যাটাস দিয়েছিলেন?
যে কেউ এই স্ট্যাটাস দেখে মনে করেই পারেন
আসলে মেয়েটি কি মনের
দুঃখে আত্মহত্যা করলো কিনা! কিন্তু না তার মনের
ইচ্ছে যেন পুরন হয়ে গেলো দুই বাসের
মুখোমুখি সংঘর্ষে! নিমিষেই
হারিয়ে গেলো একটি তাজা প্রান।
উল্লেখ্য, বুধবার বিকেল ৪টায় ঢাকা-সিলেট
মহাসড়কের শিবপুর উপজেলার বিসিক
শিল্পনগরী আমতলা নামক স্থানে এ
দুর্ঘটনা ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট
থেকে ঢাকাগামী সোহাগ পরিবহণের
একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১১-১১৫০)
ও ঢাকা থেকে ছেড়ে আসা মনোহরদীগামী মেঘালয়
পরিবহণের অপর একটি যাত্রীবাহী বাসের বিকাল
৪টার দিকে ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ
হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বাস দুটির
গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে যায়।
সোহানার ফেসবুক স্ট্যাটাস-
বাড়ি কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে, সেখান
থেকেই ঢাকা ফেরার পথে দুই বাসের
মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং তাৎক্ষণিক সিলিন্ডার
বিস্ফোরণ হয়ে বাস দুটিতেই আগুন লেগে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভৈরব
থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের
একটি যাত্রীবাহী বাসের
সঙ্গে মনোহরদীগামী মেঘালয় পরিবহনের
একটি বাসের সংঘর্ষ ঘটে। এসময় গ্যাস সিলিন্ডার
বিস্ফোরিত হয়ে দুটি বাসেই আগুন ধরে যায়।
নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ
জামান দুর্ঘটনার পরপরই ১০ মৃত্যুর খবর নিশ্চিত
করেন।
/*মেঘের উপর বাড়ি করবো। যাতে কেউ
আমাকে খুজে না পায়। আমাকে অশান্তিতে না
রাখে। একা থাকবো। ধরা ছোঁয়ার
বাইরে চলে যাবো।* /
সোহানা কি জানতেন তার এই করুণ পরিণতি হবে?
তিনি কি ভাবে ওই স্ট্যাটাস দিয়েছিলেন?
যে কেউ এই স্ট্যাটাস দেখে মনে করেই পারেন
আসলে মেয়েটি কি মনের
দুঃখে আত্মহত্যা করলো কিনা! কিন্তু না তার মনের
ইচ্ছে যেন পুরন হয়ে গেলো দুই বাসের
মুখোমুখি সংঘর্ষে! নিমিষেই
হারিয়ে গেলো একটি তাজা প্রান।
উল্লেখ্য, বুধবার বিকেল ৪টায় ঢাকা-সিলেট
মহাসড়কের শিবপুর উপজেলার বিসিক
শিল্পনগরী আমতলা নামক স্থানে এ
দুর্ঘটনা ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট
থেকে ঢাকাগামী সোহাগ পরিবহণের
একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১১-১১৫০)
ও ঢাকা থেকে ছেড়ে আসা মনোহরদীগামী মেঘালয়
পরিবহণের অপর একটি যাত্রীবাহী বাসের বিকাল
৪টার দিকে ওই স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ
হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বাস দুটির
গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে যায়।
সোহানার ফেসবুক স্ট্যাটাস-
posted from Bloggeroid
No comments:
Post a Comment