Headlines



gazitv2

w41j

gazitv

Friday, August 8, 2014

জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা

নিউজ ডেস্ক: : গ্রাহকদের ভোগান্তি দূর করতে নতুন
সুবিধা আনলো গুগল। নতুন এ সুবিধার মাধ্যমে বিরক্তিকর
মেইল আনসাবস্ক্রাইব করতে পারবেন জিমেইল
ব্যবহারকারীরা।
দেখা যায়, ব্যবহারকারীর ইনবক্সে বিভিন্ন কোম্পানির
পণ্যের প্রমোশন, সামাজিক বা ফোরামের বার্তাসহ বিভিন্ন
ধরনের মেইল এসে ভর্তি হয়ে থাকে। আনসাবস্ক্রাইব
অপশনের মাধ্যমে জিমেইল ব্যবহারকারীরা বিরক্তিকর মেইল
থেকে মুক্তি পাবেন।
অপশনটি মেইলের উপরদিকে প্রেরকের ঠিকানার পাশে লিংক
আকারে পাওয়া যাবে। তবে প্রেরক যদি তার
মেইলে আনসাবস্ক্রাইব লিংকটি যুক্ত করে দেন তবেই তা এ
সুবিধার আওতায় পড়বে।
বিষয়টি মেইল
প্রেরক
এবং গ্রাহক
উভয়ের
জন্যই
সুবিধাজনক
উল্লেখ
করে কর্তৃপক্ষ
জানায়,
বিভিন্ন
ব্র্যান্ডের
তথ্য
দিয়ে জিমেইল
ব্যবহারকারীদের
সবসময় আপডেট রাখে। কিন্তু অনেক সময় মেইল
আনসাবস্ক্রাইব করার প্রয়োজন হয়। এ চিন্তা থেকেই নতুন
সুবিধা দেওয়া।
জিমেইল ব্যবহারকারীদের জন্য ক্যালেন্ডার সার্ভিস সুবিধার
কথাও ভাবছে গুগল।

posted from Bloggeroid

No comments: