Headlines



gazitv2

w41j

gazitv

Friday, August 8, 2014

৫ দিন পর পদ্মার চর থেকে এক যুবক জীবিত উদ্ধার

মাওয়া: সারোয়ার হাওলাদার (২৫) নামে এক
যুবককে পদ্মার চর থেকে জীবিত উদ্ধার
করেছে নৌবাহিনী। কিন্তু তিনি তার
সম্পর্কে এখনো সঠিক তথ্য দিতে পারেন নি।
নৌবাহিনীর ক্যাপটেন নজরুল ইসলাম
জানিয়েছেন, আজ শুক্রবার দুপুেরর পর সারোয়ার
হাওলাদার নামে এক যুবককে পদ্মার চর
থেকে উদ্ধার করা হয়েছে। পদ্মায়
ডুবে যাওয়া লঞ্চের
যাত্রী বলে তিনি দাবি করেন। দুর্ঘটনার পর
তিনি চরে ছিলেন। নৌবাহিনীর টহল জাহাজ
তাকে উদ্ধার করে মাওয়া ঘাটে নিয়ে আসে।

posted from Bloggeroid

No comments: