Headlines



gazitv2

w41j

gazitv

Friday, August 8, 2014

টাকার লোভে উদ্ধার অভিনয়!

মাওয়া ঘাট থেকে: পদ্মানদীতে যাত্রীবাহী লঞ্চ
পিনাক-৬ ডুবে যাওয়ার ঘটনার পাঁচ দিন পর এক
ব্যক্তিকে জীবিত উদ্ধার
করা হয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার
পর জানা যায়, টাকার লোভে ওই ব্যক্তি জীবিত
উদ্ধার হওয়ার অভিনয় করেছেন।
শুক্রবার বিকেলে মাওয়া ঘাটে স্থাপিত পুলিশ
কন্ট্রোল রুম থেকে শ্রীনগর থানার পরিদর্শক
(তদন্ত) মুজিবর রহমান
মাইকে ঘোষণা দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
মুজিবর রহমান বলেন, এর আগে তিনি নিজের নাম
‘সরোয়ার’ বললেও তার আসল নাম রাসেল (২০)। তার
বাবার নাম আলাউদ্দিন সর্দার। তার
বাড়ি মাদারীপুরের কুকরাইল এলাকায়।
পরিদর্শক মুজিবর বলেন, টাকার লোভে কোনো এক
ক্যামেরাম্যানের প্ররোচনায় এ কাজ করেছেন
বলে জানিয়েছেন রাসেল।
তিনি আরো বলেন, যখন রাসেল পাঁচ দিন পর জীবিত
উদ্ধার হওয়ার দাবি করেছিলেন, তখনই আমাদের
সন্দেহ হয়েছিল। নানাভাবে তাকে জিজ্ঞাসাবাদ
করায় আসল সত্য বের হয়ে আসে।
বর্তমানে তাকে মাওয়া নৌপুলিশ
ফাঁড়িতে রাখা হয়েছে।
জানা যায়, রাসেল একজন মাদকসেবী।

posted from Bloggeroid

No comments: