Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, August 6, 2014

বিয়ের পিঁড়িতে মুশফিক, অধিনায়ক মাশরাফি!

স্পোর্টস ডেস্ক : গত বছরের অক্টোবরের শেষ
সপ্তাহে মাহমুদউল্লাহ রিয়াদের
শ্যালিকাকে আংটি পরিয়েছেন জাতীয় দলের
অধিনায়ক মুশফিকুর রহিম। মুশফিকের ভাবী বধূর
নাম জান্নাতুল ফেরদৌস মন্ডি। প্রাইম
বিশ্ববিদ্যালয়ে বিবিএতে তৃতীয়
বর্ষে পড়াশোনা করছেন তিনি।
এ বছর নববধূকে ঘরে ওঠাবেন মুশফিক। জানা গেছে,
আগামী ৮ অক্টোবর বিয়ের আনুষ্ঠানিকতা শেষ
করবেন টাইগার-দলপতি। এ কারণে ১৯ সেপ্টেম্বর
থেকে শুরু হওয়া এশিয়ান গেমসে খেলতে পারছেন
না উইকেট রক্ষক এই ব্যাটসম্যান।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান
নির্বাচক ফারুক আহমেদ।
ফারুক আহমেদ বলেন, ‘এশিয়ান গেমসের জন্য
স্কোয়াডের সদস্যদের
তালিকা বোর্ডকে দিয়ে দেওয়া হয়েছে। দু-এক
দিনের মধ্যে স্কোয়াড
ঘোষণা করতে পারে বিসিবি। আমাদের অধিনায়ক
মুশফিকুর রহিম পারিবারিক কারণে দলের
সঙ্গে যাচ্ছেন না।’
এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে বাংলাদেশ
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ২০১০
গেমসে আফগানিস্তানকে হারিয়ে মোহাম্মদ
আশরাফুলের দল স্বর্ণ জিতেছিল। এশিয়ান গেমসের
ক্রিকেটে অংশ নিচ্ছে না ভারত ও পাকিস্তান।
টেস্ট
দল
হিসেবে অংশ
নিচ্ছে শ্রীলঙ্কা ও
বাংলাদেশ।
সঙ্গে রয়েছে আফগানিস্তান,
চীন,
হংকং,
কুয়েত,
মালদ্বীপ,
মালয়েশিয়া,
নেপাল

দক্ষিণ
কোরিয়া।
প্রতিযোগিতার
এখনো গ্রুপ
নির্ধারণ করা হয়নি।
বিসিবি সূত্র জানিয়েছে, বাংলাদেশ দল
সেরা স্কোয়াডকে এশিয়ান গেমসে পাঠাবে। টি-
টোয়ন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা অনেককেই
দেখা যেতে পারে এশিয়ান গেমসে।
তবে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন
না সাকিব আল হাসান। মুশফিকের
পরিবর্তে দেশসেরা পেসার মাশরাফি বিন
মর্তুজা বাংলাদেশকে নেতৃত্ব দেবেন ।
বুধবার অনুশীলন
শেষে দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার
সঙ্গে সাক্ষাৎ করেন মুশফিকুর রহিম। সঙ্গে ছিলেন
মুশফিকুর রহিমের বাবা-মাও। বিয়ের
অনুষ্ঠানে আমন্ত্রণ করতে প্রধানমন্ত্রীর
সঙ্গে সাক্ষাৎ করেন তারা। -



posted from Bloggeroid

No comments: