বিনোদন ডেস্ক : অনেকটা হঠাৎ করেই
কলকাতা গেলেন শাকিব খান। ঢালিউড কিংয়ের
কলকাতা যাওয়া নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। কেউ কেউ
বলছেন কলকাতার ছবিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন
শাকিব। আবার কেউ বলছেন নিজের প্রযোজিত
পরবর্তী ছবিতে কলকাতার শিল্পীদের
সঙ্গে কথা বলতেই সেখানে গিয়েছেন তিনি।
টালিগঞ্জের ছবিতে কাজ করতে যাচ্ছেন এমন
গুঞ্জনও শোনা যাচ্ছে।
শাকিব
খান
অবশ্য
গণমাধ্যমকে জানিয়েছেন-
‘ভারতের
জি বাংলার
জনপ্রিয়
রিয়েলিটি শো ‘মীরাক্কেল
আক্কেল
চ্যালেঞ্জার’-
এর
অষ্টম
আসরে অতিথি হিসেবে অংশ
নিচ্ছেন
তিনি।
গত
৪
আগস্ট কলকাতার উদ্দেশ্যে রওনা দেন শাকিব।
কলকাতা থেকে ফিরেই শাকিব
খানেরে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত নতুন
ছবির ঘোষনা দেবেন তিনি। জানা গেছে, শাকিব
খান প্রযোজিত দ্বিতীয় ছবিতে অভিনয়
করতে পারেন কলকাতার বেশ কয়েকজন শিল্পী।
ছবিটি পরিচালনা করতে পারেন ইফতেখার চৌধুরী।
কলকাতা গেলেন শাকিব খান। ঢালিউড কিংয়ের
কলকাতা যাওয়া নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। কেউ কেউ
বলছেন কলকাতার ছবিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন
শাকিব। আবার কেউ বলছেন নিজের প্রযোজিত
পরবর্তী ছবিতে কলকাতার শিল্পীদের
সঙ্গে কথা বলতেই সেখানে গিয়েছেন তিনি।
টালিগঞ্জের ছবিতে কাজ করতে যাচ্ছেন এমন
গুঞ্জনও শোনা যাচ্ছে।
শাকিব
খান
অবশ্য
গণমাধ্যমকে জানিয়েছেন-
‘ভারতের
জি বাংলার
জনপ্রিয়
রিয়েলিটি শো ‘মীরাক্কেল
আক্কেল
চ্যালেঞ্জার’-
এর
অষ্টম
আসরে অতিথি হিসেবে অংশ
নিচ্ছেন
তিনি।
গত
৪
আগস্ট কলকাতার উদ্দেশ্যে রওনা দেন শাকিব।
কলকাতা থেকে ফিরেই শাকিব
খানেরে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত নতুন
ছবির ঘোষনা দেবেন তিনি। জানা গেছে, শাকিব
খান প্রযোজিত দ্বিতীয় ছবিতে অভিনয়
করতে পারেন কলকাতার বেশ কয়েকজন শিল্পী।
ছবিটি পরিচালনা করতে পারেন ইফতেখার চৌধুরী।
posted from Bloggeroid
No comments:
Post a Comment