ময়মনসিংহ: মোবাইল ফোনে সম্পর্কের সূত্র
ধরে প্রেমের একপর্যায়ে তাকে বিয়ে করার
বায়না ধরে সাগর মিয়া (১৬)। কিন্তু বয়স অল্প
হওয়ায় পরিবারের অনুমতি মেলেনি। এ অবস্থায়
মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে এমন
খবরে ভেঙে পড়ে সে। গতকাল রবিবার
সকালে প্রেমিকার বাড়িতে গিয়ে তার মায়ের
কাছে বিয়ের প্রস্তাব দেয়। সেখানে মেয়েটির
মায়ের বকুনি খেয়ে বাড়ি ফিরে ঘরের আড়ার
সঙ্গে গলায় গামছা পেঁছিয়ে আত্মহত্যা করে সাগর।
ময়মনসিংহের নান্দাইল পৌর সদরের
চারআনীপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ লাশ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
সাগর
মিয়া পৌরসভার
কাটলিপাড়া গ্রামের
মালয়েশিয়া প্রবাসী মো.
গোলাপ
মিয়ার
একমাত্র
ছেলে।
গোলাপ
মিয়ার
স্ত্রী ওই
এলাকায়
সাগরকে নিয়ে ভাড়া বাসায়
থাকেন।
সাগরের
মা শিরিন
আক্তার
জানান, সম্প্রতি তাঁর ছেলে নিজের পছন্দের এক
মেয়েকে বিয়ে করতে চেয়ে পীড়াপীড়ি শুরু করে।
একদিকে ছেলের বয়স কম, অন্যদিকে তার বাবাও
দেশে নেই। এ অবস্থায়
ছেলেকে অপেক্ষা করতে বলেন তিনি। তার
বাবা দেশে এলেই ছেলেকে এ বিয়ে করানোর
প্রতিশ্রুতি দেন। কিন্তু সাগর অভিমান করে ঘর
থেকে বেরিয়ে যায়।
ধরে প্রেমের একপর্যায়ে তাকে বিয়ে করার
বায়না ধরে সাগর মিয়া (১৬)। কিন্তু বয়স অল্প
হওয়ায় পরিবারের অনুমতি মেলেনি। এ অবস্থায়
মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যাচ্ছে এমন
খবরে ভেঙে পড়ে সে। গতকাল রবিবার
সকালে প্রেমিকার বাড়িতে গিয়ে তার মায়ের
কাছে বিয়ের প্রস্তাব দেয়। সেখানে মেয়েটির
মায়ের বকুনি খেয়ে বাড়ি ফিরে ঘরের আড়ার
সঙ্গে গলায় গামছা পেঁছিয়ে আত্মহত্যা করে সাগর।
ময়মনসিংহের নান্দাইল পৌর সদরের
চারআনীপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ লাশ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
সাগর
মিয়া পৌরসভার
কাটলিপাড়া গ্রামের
মালয়েশিয়া প্রবাসী মো.
গোলাপ
মিয়ার
একমাত্র
ছেলে।
গোলাপ
মিয়ার
স্ত্রী ওই
এলাকায়
সাগরকে নিয়ে ভাড়া বাসায়
থাকেন।
সাগরের
মা শিরিন
আক্তার
জানান, সম্প্রতি তাঁর ছেলে নিজের পছন্দের এক
মেয়েকে বিয়ে করতে চেয়ে পীড়াপীড়ি শুরু করে।
একদিকে ছেলের বয়স কম, অন্যদিকে তার বাবাও
দেশে নেই। এ অবস্থায়
ছেলেকে অপেক্ষা করতে বলেন তিনি। তার
বাবা দেশে এলেই ছেলেকে এ বিয়ে করানোর
প্রতিশ্রুতি দেন। কিন্তু সাগর অভিমান করে ঘর
থেকে বেরিয়ে যায়।
posted from Bloggeroid
No comments:
Post a Comment