Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, September 24, 2014

আজ মুশফিক-মন্ডির গায়ে হলুদ, কাল বিয়ে

আগামীকাল বৃহস্পতিবার জুটি বাঁধছেন জাতীয় ক্রিকেট
দলের অধিনায়ক মুশফিকুর রহিম এবং মানিকগঞ্জের
মেয়ে জান্নাতুল কিফায়াত মন্ডি। বেশ ঘটা করেই
বুধবার সন্ধ্যায় বিমানবাহিনীর অফিসার্স মেসের
ফ্যালকন হলে হবে বর-কনের গায়েহলুদ অনুষ্ঠান।
বৌভাত হবে ২৭ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায়
এয়ারপোর্ট রোডের গলফ গার্ডেনে।
মুশফিকের বাবা মাহবুব হামিদ জানিয়েছেন,
বৃহস্পতিবার মুশফিক-মন্ডির বিয়ের অনুষ্ঠান
হবে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে। আর
ঈদের পর ১০ অক্টোবর মুশফিকের শহর বগুড়ায়
আরো একটি অনুষ্ঠান হবে।
মুশফিক-মন্ডির পরিচয়ের মাধ্যমটা হলেন জাতীয়
দলের আরেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ।
মন্ডি হলেন রিয়াদের শ্যালিকা। গত বছরের
শুরুতে দু'জনের পরিচয়। এর পর হৃদয়ের
লেনাদেনা হতে খুব বেশি সময় লাগেনি।
প্রাইম ইউনিভার্সিটির বিবিএর ছাত্রী মন্ডির
সঙ্গে গত বছর ২৬ অক্টোবর
পারিবারিকভাবে বাগদানটাও সেরে ফেলেছিলেন
মুশফিক। এতদিনে শুভ পরিণয়ে আবদ্ধ হচ্ছেন দু'জন।

No comments: