Headlines



gazitv2

w41j

gazitv

Wednesday, September 24, 2014

এবার ক্রিকেট খেলায় নাম লেখালেন চিত্রনায়ক শাকিব

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট
স্টেডিয়ামে এতোদিন শুধু ক্রিকেটাররাই ক্রিকেট
খেলতেন। সেই ধারা ভেঙে প্রথমবারের মতো কোন
চলচ্চিত্র অভিনেতা ক্রিকেট খেলতে যাচ্ছেন।
আগামী শনিবার এই স্টেডিয়ামে ক্রিকেট খেলবেন
চিত্রনায়ক শাকিব খান। এমনটিই জানিয়েছেন
নির্মাতা সাফি উদ্দিন সাফি।এ নির্মাতা ২৭
সেপ্টেম্বর মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট
স্টেডিয়ামে তার নতুন চলচ্চিত্র ‘পূর্ণদৈর্ঘ্য
প্রেমকাহিনী-২’ এর জন্য ক্রিকেট খেলার
একটি দৃশ্য ধারণ করবেন। এ উপলক্ষে সব আয়োজন
প্রায় শেষ করে এনেছেন পরিচালক সাফি। ঐ দিন এ
চলচ্চিত্রের নায়িকা জয়া আহসান, আরেক
অভিনেতা ইমনও উপস্থিত থাকবেন।
এ প্রসঙ্গে পরিচালক সাফি উদ্দিন সাফি বলেন,
‘স্টেডিয়ামে মূলত একটি ক্রিকেট ম্যাচে অংশ নিবেন
শাকিব। একারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
কাছে অনুমতি চেয়ে আবেদন করেছি। দু’একদিনের
মধ্যেই অনুমতি পেয়ে যাব।’তিনি আরো বলেন, ‘ঢাকায়
ছবিটির চিত্রধারণের কাজ শেষ
হলে পর্যায়ক্রমে হায়দরাবাদ, কাশ্মীর, লাদাখসহ
ভারতের বিভিন্ন লোকেশনে এর শুটিং হবে।’

No comments: