বিনোদন ডেস্ক :সালমান খানের দাতব্য প্রতিষ্ঠান
‘বিয়িং হিউম্যান’-এর তরফ থেকে মুম্বাইয়ে কিছুদিন
আগে আয়োজন করা হয়েছিল একটি ফ্যাশন শোয়ের।
সেখানেই এক মডেলের পরিহিত টিশার্টের বুকে লেখা ছিল
একটি আরবি শব্দ। প্রেস ট্রাস্ট অফ
ইন্ডিয়া জানাচ্ছে, এতেই ক্ষেপেছেন শহরটির একজন
মুসলমান বাসিন্দা মোহাম্মাদ আরিফ। তার
অভিযোগ, এতে করে মুসলমানদের ধর্মীয় অনুভূতি আহত
হয়েছে।
মুম্বাই পুলিশ ভারতীয় দণ্ডবিধির ২৯৫ ধারায়
গ্রহণ করেছেন অভিযোগটি। কর্তব্যরত পুলিশ অভিসার
দিলিপ ছাভান বলেছেন, “অভিযোগকারী ফ্যাশন শোয়ের
একটি ভিডিও ক্লিপ জমা দিয়েছেন।
আমরা খতিয়ে দেখছি বিষয়টি।”
সালমান খানের বিরুদ্ধে ২০০২
সালে মুম্বাইয়ে গাড়ি চাপা দেওয়ার
মামলা এবং ১৯৯৮ সালে রাজস্থানে বিরল
প্রজাতির হরিণ শিকারের মামলা চলছে।
‘বিয়িং হিউম্যান’-এর তরফ থেকে মুম্বাইয়ে কিছুদিন
আগে আয়োজন করা হয়েছিল একটি ফ্যাশন শোয়ের।
সেখানেই এক মডেলের পরিহিত টিশার্টের বুকে লেখা ছিল
একটি আরবি শব্দ। প্রেস ট্রাস্ট অফ
ইন্ডিয়া জানাচ্ছে, এতেই ক্ষেপেছেন শহরটির একজন
মুসলমান বাসিন্দা মোহাম্মাদ আরিফ। তার
অভিযোগ, এতে করে মুসলমানদের ধর্মীয় অনুভূতি আহত
হয়েছে।
মুম্বাই পুলিশ ভারতীয় দণ্ডবিধির ২৯৫ ধারায়
গ্রহণ করেছেন অভিযোগটি। কর্তব্যরত পুলিশ অভিসার
দিলিপ ছাভান বলেছেন, “অভিযোগকারী ফ্যাশন শোয়ের
একটি ভিডিও ক্লিপ জমা দিয়েছেন।
আমরা খতিয়ে দেখছি বিষয়টি।”
সালমান খানের বিরুদ্ধে ২০০২
সালে মুম্বাইয়ে গাড়ি চাপা দেওয়ার
মামলা এবং ১৯৯৮ সালে রাজস্থানে বিরল
প্রজাতির হরিণ শিকারের মামলা চলছে।
posted from Bloggeroid
No comments:
Post a Comment