Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, September 9, 2014

বাংলাদেশ থেকে আমেরিকা যেতে ইচ্ছুকদের জন্য দারুন সুখবর !

মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসার আবেদন
প্রক্রিয়া সহজ হলো
সময়ের কণ্ঠস্বর ডেস্ক :বাংলাদেশ থেকে মার্কিন
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও উন্নত
করা হয়েছে। এখন থেকে বাংলাদেশি আবেদনকারীরা নতুন
নিয়মে অনলাইনে আবেদন করে নিজের পছন্দ
অনুযায়ী সাক্ষাৎকারের সময়সূচি ঠিক করে নিতে পারবেন।
তাদের তথ্য সুবিধার জন্য কল সেন্টারে ফোন করে বাংলা ও
ইংরেজি উভয় ভাষায় সহায়তা নিতে পারবেন।
আগামী ১৪ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম চালু হবে। কল
সেন্টার রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল
৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে।
গতকাল সোমবার ঢাকার আমেরিকান সেন্টারে আয়োজিত
সংবাদ সম্মেলনে এ তথ্য দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের
কনস্যুলার বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী সচিব মিশেল থোরেন
বন্ড। সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
ড্যান মজীনা, কনসাল জেনারেল এলিজাবেথ গোল্ড
লে এবং প্রেস অ্যান্ড ইনফরমেশন অফিসার মনিকা শাই
উপস্থিত ছিলেন।
মিশেল থোরেন বন্ড উপস্থিত সাংবাদিকদের জানান,
বাংলাদেশে মধ্যবিত্ত
জনগোষ্ঠী বাড়ছে এবং যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিসার
আবেদনও বাড়ছে। ২০১৩ সালে বাংলাদেশ থেকে ৭০ হাজার
ভিসার আবেদন জমা পড়ে, এর মধ্যে ৩০ হাজার জনের
ভিসা অনুমোদন করা হয়। এর মধ্যে প্রায় দুই হাজার
শিক্ষার্থীএ কারণে ভিসাপ্রাপ্তি সহজ করার জন্য
ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধ
বাংলাদেশি কতজন আছেন, সে তথ্য তাদের কাছে নেই।
তবে বৈধভাবে কয়েক লাখ বাংলাদেশি নাগরিক
সে দেশে বসবাস করছেন।
তথ্য মতে, নতুন পদ্ধতিতে http://
www.ustraveldocs.com/ComingSoon/bd_eu/
index.html (১৪ সেপ্টেম্বর থেকে চালু হবে) ওয়েব
ঠিকানায় লগ-ইন করে ভিসা আবেদনকারীরা ভিসার জন্য
আবেদন করতে পারবেন। নতুন ওয়েবসাইট ও কলসেন্টার
থেকে বাংলা ও ইংরেজিতে তথ্য দেওয়া হবে। এর ফলে ভিসার
আবেদন-সংক্রান্ত তথ্য পাওয়া আরও সহজ হবে।
আগে অনলাইনে আবেদনের পর আবেদনকারীদের সাইমন
সেন্টারে সশরীরে গিয়ে সাক্ষাৎকারের
সময়সূচি আনতে হতো। নতুন
নিয়মে আবেদনকারীরা ওয়েবসাইট থেকেই ব্যক্তিগত
কিংবা দলগতভাবে সাক্ষাৎকারের সময়সূচির জন্য আবেদন
করতে পারবেন, আবেদনের নির্দেশনা জানতে পারবেন
এবং এ-সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন।
তবে অনলাইনে সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ করা হলেও
আগের মতোই সাইমন ওভারসিজ আবেদনকারীদের কাগজপত্র
জমা নেবে ও পাসপোর্ট ফেরত দেবে। ঢাকা ছাড়াও সাইমন
ওভারসিজের চট্টগ্রাম ও সিলেট শাখা থেকে কাগজপত্র
জমা ও পাসপোর্ট সংগ্রহ করা যাবে।
নতুন পদ্ধতিতে আবেদনকারীরা সাক্ষাৎকারের
সময়সূচি পাওয়ার পর এইচএসবিসি ব্যাংকের ঢাকা,
নারায়ণগঞ্জ, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম শাখায়
ভিসা ফি জমা দিতে পারবেন এবং এক বছর
মেয়াদি টাকা জমার রসিদ পাবেন। গত ৩১ আগস্ট
থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড
ব্যাংকে ভিসা ফি জমা নেওয়া হচ্ছে না। তবে যারা এক
বছরের কম সময়ের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড
ব্যাংকে টাকা জমা দিয়েছেন, তারা সেই টাকা জমার রসিদ
ব্যবহার করে ভিসার আবেদন করতে পারবেন। তবে ৩১
আগস্টের পর থেকে শুধু এইচএসবিসি ব্যাংকেই
ভিসা ফি জমা নেওয়া হচ্ছে।

posted from Bloggeroid

No comments: