Headlines



gazitv2

w41j

gazitv

Saturday, September 6, 2014

রুয়েট তিন মেধাবী শিক্ষার্থীর অগ্নিনির্বাপক রোবট উদ্ভাবন

রাজশাহী : অগ্নিনির্বাপক রোবট উদ্ভাবন
করেছেন রাজশাহী প্রকৌশল ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তিন
মেধাবী শিক্ষার্থী। রোবটটির নাম
দেয়া হয়েছে ‘ফায়ারকপ’ (Firecope)।
উদ্ভাবক তিনজন হলেন- সৌরভ সরকার (যন্ত্রকৌশল,
চতুর্থ বর্ষ), মুস্তফা মুহিবুল্লাহ শোভন (যন্ত্রকৌশল,
চতুর্থ বর্ষ) এবং মো. শরীফ আহমেদ (তড়িৎকৌশল,
চতুর্থ বর্ষ)।
রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক
মো. রোকনুজ্জামানের
তত্ত্বাবধানে শিক্ষার্থীরা ‘ফায়ারকপ’ নামের এই
অগ্নিনির্বাপক রোবটটি উদ্ভাবন করেন।
শনিবার দুপুরে রুয়েট ক্যাফেটেরিয়ায় এক সংবাদ
সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ওই তিন উদ্ভাবক জানান, রোবটটি আগুন
নেভাতে সাহায্য করবে। এর বৈশিষ্ট্য হলো, এর
চলাচল ও অগ্নিনির্বাপন কৌশল খুব সহজেই দূর
থেকে রিমোট কন্ট্রোল সিস্টেমের
সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে।
তারা জানান, রোবটে একটি কার্বন ডাই-অক্সাইড
ফায়ার এক্সটিঙ্গুইশার রাখা আছে, যা সাধারণ
ক্লাস-বি টাইপ আগুন নেভাতে সক্ষম।
তারা আরো জানান, কোথাও আগুন
লাগলে সেখানে রোবটটি পৌঁছে দূর
থেকে নিয়ন্ত্রণসহ রিমোট কন্ট্রোলের
সাহায্যে কার্বন ডাই-অক্সাইড
স্প্রে করবে এবং তাতে তাপমাত্রা নিয়ন্ত্রণসহ
আগুনের তীব্রতা কমবে। এতে করে অগ্নিনির্বাপন
কর্মীদের ঝুঁকি কমার পাশাপাশি উদ্ধারকাজ সহজ
হবে।
তারা আরো জানান, রোবটটির প্রতিটি অংশ
তৈরি হবে তাপসহনীয় পদার্থ দিয়ে। ফলে এটা খুব
কাছাকাছি পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে পারবে। এর
আধুনিকায়নের জন্য
একটি সিসি ক্যামেরা এবং সিঁড়ি বেয়ে উপরে ওঠার
জন্য বিশেষ চাকা তৈরির কাজ চলছে।
ওই তিন উদ্ভাবক বাণিজ্যিকভাবে এই রোবট তৈরির
জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

posted from Bloggeroid

No comments: