বিনোদন ডেস্ক: রেখা অভিনীত ‘খুবসুরত’ ছবিটি নতুন
আঙ্গিকে তৈরি হয়েছে। এতে তার অভিনীত চরিত্রে অভিনয়
করেছেন সোনম কাপুর। সম্প্রতি ছবিটির ‘মা কা ফোন’
শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে। এটি শুনে তার
মা সুনীতা কাপুর খুব মজা পেয়েছেন বলে জানান।
পুরো গানটি দেখে নাকি সুনীতা নিজের
হাসি আটকে রাখতে পারেননি। এমনকি সোনমের বাবা অনিল
কাপুরও মজা করে বলেছেন গানটি এখন থেকে তার ফোনের
রিংটোন হিসেবে ব্যবহার করবেন।
ফলে সুনীতা স্বামীকে ফোন করলেই গানটি বাজবে। ‘খুবসুরত’
ছবিতে সোনম কাপুরের বিপরীতে অভিনয় করেছেন
পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ আফজাল খান। আর তার মায়ের
ভূমিকায় আছেন কিরণ খের। ছবিটি মুক্তি পাবে আগামী ১৯
সেপ্টেম্বর।
আঙ্গিকে তৈরি হয়েছে। এতে তার অভিনীত চরিত্রে অভিনয়
করেছেন সোনম কাপুর। সম্প্রতি ছবিটির ‘মা কা ফোন’
শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে। এটি শুনে তার
মা সুনীতা কাপুর খুব মজা পেয়েছেন বলে জানান।
পুরো গানটি দেখে নাকি সুনীতা নিজের
হাসি আটকে রাখতে পারেননি। এমনকি সোনমের বাবা অনিল
কাপুরও মজা করে বলেছেন গানটি এখন থেকে তার ফোনের
রিংটোন হিসেবে ব্যবহার করবেন।
ফলে সুনীতা স্বামীকে ফোন করলেই গানটি বাজবে। ‘খুবসুরত’
ছবিতে সোনম কাপুরের বিপরীতে অভিনয় করেছেন
পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ আফজাল খান। আর তার মায়ের
ভূমিকায় আছেন কিরণ খের। ছবিটি মুক্তি পাবে আগামী ১৯
সেপ্টেম্বর।
posted from Bloggeroid
No comments:
Post a Comment