Headlines



gazitv2

w41j

gazitv

Tuesday, September 30, 2014

জেনে নিন , যে ভুল গুলোর কারণে কখনোই আপনার চুল পড়া থামবে না !

লাইফ ডেস্ক : প্রতিদিনের ধুলো-ময়লায় বিপর্যস্ত
চুল শ্যাম্পু দিয়ে পরিষ্কার করাটা অপরিহার্য।
সবাই প্রতিদিনই চুলে শ্যাম্পু করেন। অথচ এ
কাজে প্রায় সবারই ৫টি সাধারণ ভুল হয়ে থাকে।
যে ভুল গুলোর কারণে কখনোই বন্ধ হয়না আপনার
চুল পড়া-
১. একই ব্র্যান্ড সারা বছর ব্যবহার করা
চুল বিশেষজ্ঞ মারিও রুশো বললেন, প্রতিদিন
চুলে শ্যাম্পু নেওয়া যথেষ্ট। সেইসঙ্গে বিভিন্ন
ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করা ভালো। একেক
শ্যাম্পু একেক কাজে ভালো। তাই দু’মাস পরপর
শ্যাম্পু বদলান।
২. শ্যাম্পু করার আগে চুল ভেজা থাকে না
শ্যাম্পু চুলে লাগানোর
আগে গোটা মাথা ভালোভাবে ভিজিয়ে নেওয়া উচিত।
নয়তো শ্যাম্পু পুরোপুরি মেশে না। তাই চুল
ভিজিয়ে নিন।
৩. মাথার একই স্থানে প্রতিদিন শ্যাম্পু করা
খেয়াল করে দেখবেন, আমরা সাধারণত মাথার
একেবারে মাঝখান থেকে শ্যাম্পু লাগানো শুরু করি।
অথচ মাথায় এ অংশের ত্বক অনেক
শুকনো এবং পাতলা থাকে। তাই অন্য কোথাও
থেকে শ্যাম্পু লাগানো শুরু করুন।
৪. আঙুলের শক্তিপ্রয়োগে ম্যাসেজ
চুলের ময়লা ভালোভাবে তুলতে অনেকেই জোর প্রয়োগ
করে চুলে শ্যাম্পু ঘষতে থাকেন। এতে চুলের
গোড়া নরম হয়ে যায় এবং চুল ভেঙে যায়। তাই
আঙুলের জোর দিয়ে শ্যাম্পু ম্যাসেজের প্রয়োজন
নেই। হাতের তালু দিয়ে ধীরে ধীরে ম্যাসেজ
করুন।
৫. বেশি গরম পানিতে মাথা ধোয়া
অতি গরম পানিতে মাথা ধুলে ত্বক শুকনো হয়ে যায়।
এতে উকুন এবং খুশকি জন্মাতে পারে। তাই
স্বাভাবিক উষ্ণতার পানি দিয়ে গোসল।

No comments: