Headlines



gazitv2

w41j

gazitv

Monday, September 8, 2014

এটিএম থেকে নকল টাকা পেলে আপনার কী করণীয়?

ডেস্ক: এটিএম থেকে নকল নোট বের
হচ্ছে। হঠাৎ এমন ঘটনার মুখোমুখি হলে আপনি কী করবেন?
আসুন তাহলে জেনে নেয়া যাক-
নকল নোট হাতে আসা মাত্র প্রথমেই এটিএম কাউন্টরের
সিকিউরিটি গার্ডের কাছে সোজা চলে যান। সব কিছু
জানিয়ে তাঁর রেজিস্টারে একটি কমপ্লেইন লেখান।
পারলে গার্ডকে দিয়ে সই করিয়ে তার একটি নকলপত্র
যোগাড় করে রাখুন। সমস্ত নথি নিয়ে এরপর থানায়
গিয়ে আবার আরো একটি কমপ্লেইন লেখান।
এবং যে ব্যাংকে এটিএম থেকে নকল নোট
পাওয়া গিয়েছে সেই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন।
ব্যাংকে গিয়ে আপনার প্রথম কাজ হবে নোটটা যে নকল সেই
স্ট্যাম্প ব্যাংক থেকে লাগানো। ব্যাংক এরপর
সমস্তটা রেজিস্টারে রেকর্ড করে আপনাকে একটি রসিদ
দেবে। এবং প্রশাসনের সাহায্যে এটিএম থেকে এই ধরনের
জাল নোট বেরুনো বন্ধ করে দেবে। অতিরিক্ত সাবধানতার
জন্য সবশেষে রিজার্ভ ব্যাংকের ইস্যু
ডিপার্টমেন্টকে বিস্তারিত ভাবে সব বিষয়
জানিয়ে চিঠি লিখতে পারেন।

posted from Bloggeroid

No comments: