Headlines



gazitv2

w41j

gazitv

Monday, September 8, 2014

পানিতেই মোবাইল চার্জ

ডেস্ক ॥ কোথাও কোন
কাজে গেলে যদি মোবাইলে চার্জ না থাকে তাহলে কেমন
বিড়ম্বনায় পড়তে হয় তা হয়তো অনেকের জানা। কিন্তু
এবার মোবাইল ফোনে চার্জ নিয়ে উদ্বিগ্ন থাকার দিন
শেষ হয়ে আসছে। বিদ্যুৎ না থাকলেও কোনো সমস্যায়
পড়তে হবে না। পানিতেই চলবে মোবাইল চার্জ!
মোবাইলে চার্জ ফুরিয়ে গেলে হাতের কাছের নল-ডোবা-
পুকুর কিংবা নদীর পানি ব্যবহার করতে পারবেন মোবাইল
চার্জ করার জন্য, সেদিন আর খুব বেশি দূরে নয়।
সুইডেনের স্টকহোমে কেটিএইচ রয়াল ইনস্টিটিউট অব
টেকনোলজির গবেষকরা এমন চার্জার তৈরি করেছেন,
যেটিতে পানি দিলেই কাজ করবে। সে পানি সামান্য
ময়লাযুক্ত হলেও সমস্যা নেই। মাইক্রোফয়েল সেল
প্রযুক্তিতে তৈরি চার্জার ‘এমওয়াইএফসি পাওয়ারট্রেক’
পানি পেলে ৩ ওয়াট ব্যাটারি রিচার্জ করতে পারবে।
গবেষক অ্যান্ডারস লুনডব্ল্যাড বলেন, চার্জারের
অভ্যন্তরে ধাতব ডিস্কে পানি পড়লেই হাইড্রোজেন গ্যাস
বের হবে। অক্সিজেনের সঙ্গে তা মিশে রাসায়নিক
শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে পরিণত করবে। এতেই চার্জ
হবে ব্যাটারি। এ প্রযুক্তি ব্যবহার
করে ভবিষ্যতে ল্যাপটপ চালানো নিয়ে সমস্যাও দূর
করা যাবে।

posted from Bloggeroid

No comments: